সপা, আপ, এনসিপির পর এবার কংগ্রেস থেকেই উঠল মমতাকে INDIA-র নেত্রী করার দাবি
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একের পর এক ভোটে, বাংলার মাটিতে লাগাতার বিজেপিকে হারিয়ে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল। তাই মমতাকেই ইন্ডিয়া জোটের মুখ হিসেবে তুলে ধরতে বার্তা দিয়েছেন শরদ পাওয়ার, লালু প্রসাদ যাদব,
অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব, সঞ্জয় রাউতরা। খোদ কংগ্রেসের মধ্যে থেকেই এবার দাবি উঠল, ‘মমতাই যোগ্যতম নেত্রী’।
প্রবীণ কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার এক সাক্ষাৎকারে বলেছেন, ইন্ডিয়া জোটের মুখ হিসেবে যোগ্যতম হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, কংগ্রেস নেতৃত্বের বোঝা দরকার। কংগ্রেসের উচিত অবিলম্বে ইন্ডিয়া জোটের নেতৃত্ব থেকে নিজেদের সরিয়ে নেওয়া। মণিশঙ্কর আইয়ারের মতে, রাহুল গান্ধীর বোঝা উচিত, তিনি যদি সরে এসে অন্যান্য নেতৃত্বের পাশে বসেন, তাহলে তাঁর সম্মান কমবে না।
রাজনৈতিক মহলের মত, মণিশঙ্করের এহেন বক্তব্য কংগ্রেসের অভ্যন্তরে ফাটল যে আরও চওড়া তা প্রমাণ করল। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ইন্ডিয়া জোটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন মমতার লড়াই, সংগ্রাম সকলের নজর কেড়েছে। মমতা সামনে থেকে নেতৃত্ব দিলে ইন্ডিয়া জোট আরও শক্তিশালী হবে।বিজেপি বিরোধী আন্দোলন আরও জোর পাবে। মণিশঙ্করের মন্তব্য এই আবহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে, বাস্তবে বিজেপির বিরুদ্ধে নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা কংগ্রেসের নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো যোগ্যতর ব্যক্তিত্বের হাতে ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেওয়া উচিত। জোটের নেতৃত্বে কংগ্রেসকে দেখে দেশের মানুষ হতাশ হয়েছেন।