স্ব-নির্ভর গোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি-আর্থিক ক্ষমতায়নে নতুন নজির গড়েছে রাজ্য

রাজ্যে স্ব-নির্ভর গোষ্ঠীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি তাদের আর্থিক ক্ষমতায়নে নতুন নজির গড়েছে বাংলার সরকার।

December 27, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যে স্ব-নির্ভর গোষ্ঠীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি তাদের আর্থিক ক্ষমতায়নে নতুন নজির গড়েছে বাংলার সরকার। ৬ লক্ষ ৪৫ হাজারের বেশি গোষ্ঠীকে ৯৬৮ কোটি টাকার বেশি তহবিল বণ্টন করা হয়েছে। এছাড়া ৬ লক্ষ ৬৫ হাজারের বেশি স্বনির্ভর গোষ্ঠীকে ব্যাঙ্ক ঋণ বাবদ ১৩ হাজার ৯৪৫ কোটি টাকা প্রদান করা হয়েছে।

তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে স্বনির্ভর গোষ্ঠীর সাফল্যের খতিয়ান তুলে ধরে জানিয়েছে, দেশের হয়ে সর্বাধিক ১২ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী প্রতিনিধিত্ব করছে বাংলা থেকে। স্বনির্ভর গোষ্ঠীর সাফল্যের খতিয়ানে এক কথায় নজির গড়েছে পশ্চিমবঙ্গ। স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ও কার্যকারিতায় দেশের মধ্যে দখল করেছে শীর্ষস্থান।

পরিসংখ্যান ও তথ্য অনুযায়ী ডব্লুবিএসআরএলএমের অধীনে তৈরি হয়েছে ১১.৮ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী। ১.২ কোটি মহিলা সেইসব স্বনির্ভর গোষ্ঠীতে কর্মরত। শুধু এই সংখ্যার বিচারই শ্রেষ্ঠত্বের আসন অর্জন করেনি বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার স্বনির্ভর গোষ্ঠীর কার্যকারিতাতেও এক নম্বর স্থান অর্জন করেছে। পরিসংখ্যান বলছে, স্বনির্ভর গোষ্ঠীগুলিতে রিভলভিং ফান্ড ১৬৮.৯৪ কোটি টাকা। সেই টাকা বিতরণ করা হয়েছে মোট ৬,৪৫,৯৬০টি স্বনির্ভর গোষ্ঠীকে। এছাড়াও কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড অর্থাৎ সিআইএফ হিসেবে প্রদান করা হয়েছে ২,৯০১.৬৩ কোটি টাকা। তা প্রদান করা হয়েছে ২,৭১,১৫২টি স্বনির্ভর গোষ্ঠীকে। ব্যাঙ্ক ঋণ বিতরণ করা হয়েছে ১৩,৯৪৫.৯৬ কোটি টাকার। এখন পর্যন্ত ৬,৬৫,০৩৪টি স্বনির্ভর গোষ্ঠীকে এই ঋণ দেওয়া হয়েছে। জাগো স্কিমে ৫,০০০ টাকার নিঃশর্ত আর্থিক সাহায্য পেয়েছেন ১০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন