পাঁচ উইকেট হারিয়ে মেলবোর্নে আপাতত ধুঁকছে টিম ইন্ডিয়া

টেস্ট জেতা তো দূর, মেলবোর্নে আপাতত ধুঁকছে টিম ইন্ডিয়া।

December 27, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: টেস্ট জেতা তো দূর, মেলবোর্নে আপাতত ধুঁকছে টিম ইন্ডিয়া। অজিদের রানের পাহাড় তাড়া করতে নেমে প্যাভিলিয়নে ফিরে গিয়েছে অর্ধেক ব্যাটিং লাইন আপ। স্কোরবোর্ডে মাত্র ১৬৪ রান।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৭৪ রান তুললেও ভারতকে ম্যাচে ফিরিয়েছিলেন যশস্বী জয়সওয়াল এবং বিরাট কোহলি। কিন্তু দিনের শেষে এগিয়ে রইল অস্ট্রেলিয়াই। ভারত অধিনায়ক রোহিত শর্মার একাধিক ভুলে কিছুটা সুবিধা পেয় গেলেন স্টিভ স্মিথেরা। ব্যাটার হিসাবেও ব্যর্থ রোহিত। প্রশ্নের মুখে রোহিতের নেতৃত্ব। দ্বিতীয় দিনের শেষে ভারত ১৬৪/৫।

প্রথম দিনেই টেস্টে চালকের আসনে ছিল অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্যাট কামিন্স। তাঁর দলের ব্যাটারেরা একের পর এক অর্ধশতরান করেন। ওপেনার স্যাম কনস্টাস অভিষেক ম্যাচে ৬৫ বলে ৬০ রান করেন। একের পর এক ছক্কা মারেন। প্রথম দিনে রান করেন উসমান খোয়াজা (৫৭), মার্নাস লাবুশেন (৭২) এবং অ্যালেক্স ক্যারেও (৩১)। স্টিভ স্মিথ অপরাজিত ছিলেন ৬৮ রানে। দ্বিতীয় দিনে তিনি শেষ করেন ১৪০ রানে। কামিন্স করেন ৪৯ রান। তাঁদের দাপটে ৪৭৪ রান তুলে নেয় অস্ট্রেলিয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen