দেশ বিভাগে ফিরে যান

দেশে এক লাফে বাড়ল পেটেন্ট এবং ট্রেডমার্কের সংখ্যা

December 28, 2024 | < 1 min read

ছবি সৌজন্যে: Fortune India

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেশে এক লাফে বাড়ল পেটেন্ট এবং ট্রেডমার্কের সংখ্যা। কেন্দ্রীয় তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে দেশে পেটেন্টের জন্য মোট ৮২ হাজার ৮১১টি আবেদন জমা পড়েছিল। ২০২৩ -২৪ অর্থবর্ষে সেই সংখ্যা বেড়ে হয়েছে ৯২ হাজার ১৬৮। আবেদনের ভিত্তিতে ২০২২-২৩ অর্থবর্ষে পেটেন্টের অনুমোদন বা রেজিস্ট্রেশন মিলেছিল ৩৪ হাজার ১৩৪টি। ২০২৩- ২৪ অর্থবর্ষে এক লাফে তা অনেকটা বেড়ে ১ লক্ষ ৩ হাজার ৫৭-য় পৌঁছয়। অর্থাৎ, ২০২২-২৩ অর্থবর্ষে আবেদন করা বেশ কিছু পেটেন্টের রেজিস্ট্রেশন মিলেছে পরের বছর।

এর পাশাপাশি সাফল্য মিলেছে ট্রেডমার্কের ক্ষেত্রেও। নতুন পণ্যের ট্রেডমার্কের জন্য ২০২২-২৩ অর্থবর্ষে আবেদন হয়েছিল প্রায় ৪ লক্ষ ৬৭ হাজার। ২০২৩ -২৪ অর্থবর্ষে তা বেড়ে ৪ লক্ষ ৭৬ হাজারে পৌঁছয়। আবেদনের উপর ভিত্তি করে ২০২২-২৩ সালে প্রায় ২ লক্ষ ৩২ হাজার ট্রেডমার্ক মঞ্জুর করা হয়। পরের অর্থবছর, অর্থাৎ ২০২৩- ২৪ সালে অনুমোদন পায় ২ লক্ষ ৮০ হাজার ট্রেডমার্ক।

প্রসঙ্গত বিগত কয়েক বছর ধরে কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারগুলিও মেধাসত্ত্বের উপর জোর দিচ্ছে। যার ফল এখন মিলছে বলে মনে করছেন অনেকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Patents, #Trademark

আরো দেখুন