খেলা বিভাগে ফিরে যান

মেলবোর্ন টেস্টে হেরে বর্ডার গাভাসকর ট্রফিতে ১-২ ব্যবধানে পিছিয়ে পড়ল ভারত

December 30, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: যশস্বী-সুন্দরের অদম্য লড়াই সত্ত্বেও মেলবোর্ন টেস্টে বিরাট ব্যবধানে হারল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে বর্ডার গাভাসকর ট্রফিতেও পিছিয়ে পড়ল ১-২ ব্যবধানে।

একটা সময় দেখে মনে হচ্ছিল, ম্যাচ বাঁচিয়ে দেবে ভারত। কিন্তু চা বিরতির পরে ধৈর্য হারালেন পন্থ। অস্ট্রেলিয়ার ফাঁদে পা দিয়ে উইকেট দিয়ে এলেন তিনি। সেই উইকেটই অস্ট্রেলিয়ার সামনে সুযোগ তৈরি করে দিল। দু’হাতে সেই সুযোগ কাজে লাগালেন প্যাট কামিন্সেরা। জলে গেল যশস্বীর লড়াই। চা বিরতির পর ভারতের সাত উইকেট পড়ল। দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মাদের ইনিংস শেষ হয়ে যায় ১৫৫ রানে। যার মধ্যে একা যশস্বীরই রান ৮৪। শেষ পর্যন্ত ভারত হারল ১৮৪ রানে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Australia, #Melbourne, #Border Gavaskar Trophy 2024

আরো দেখুন