উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

বেঙ্গল সাফারিতে বছরের শেষ রবিবার আয় হল ১০ লক্ষ ২৩ হাজার টাকা

December 30, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: যত দিন যাচ্ছে বেঙ্গল সাফারির প্রতি সাধারণ মানুষের আকর্ষণ বেড়ে চলেছে। বাঘ, হরিণ থেকে শুরু করে পার্কের একাধিক জীবজন্তু দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছে মানুষ। বড়দিনে রেকর্ড ভিড়ের পর বছরের শেষ রবিবারেও পর্যটকদের ঢল নেমেছিল বেঙ্গল সাফারিতে।

৬০১৮ জন পর্যটক এদিন সাফারি পার্কে ঘুরতে আসেন। একদিনে ১০ লক্ষ ২৩ হাজার টাকা আয় হয়েছে বলে পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে। গতবছর একদিনে প্রায় সাড়ে ন’লক্ষ টাকা আয় করেছিল কর্তৃপক্ষ। এবারে সেই রেকর্ড ভেঙে গিয়েছে। উল্লেখ্য এবছর বড়দিনে সাড়ে তিন হাজার পর্যটকের আগমন হয়েছি সাফারি পার্কে। তাতে সাফারি পার্ক কর্তৃপক্ষের আয় হয় ৮ লক্ষ ৩০ হাজার টাকা।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Bengal Safari Park, #Bengal Safari

আরো দেখুন