তারাপীঠে পুজো জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রচার ও ভোগ খাওয়ানোর বিকল্প ব্যবস্থার দাবি

২০২২ সালের কৌশিকী অমাবস্যার আগে ওই জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে দেবীর পুজো ও আরতি দেখানোর ব্যবস্থা হয়।

December 30, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: করোনা আবহে সংকীর্ণ গর্ভগৃহের ভিড় কমাতে লাইভ টেলিকাস্টের মাধ্যমে তারাপীঠ মন্দির চত্বরে দেবী তারার পুজো ও মুখ দর্শনের ব্যবস্থা করার প্রস্তাব তুলেছিলেন সেবাইতদের একাংশ। তাঁদের মতে, এতে গর্ভগৃহে ভক্তদের হুড়োহুড়ি কমবে। অবশেষে এক ভক্তের আর্থিক দান ও মন্দির কমিটির সহযোগিতায় অফিসের ছাদে জায়ান্ট স্ক্রিন বসানো হয়। ২০২২ সালের কৌশিকী অমাবস্যার আগে ওই জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে দেবীর পুজো ও আরতি দেখানোর ব্যবস্থা হয়। কিন্তু তারপর থেকে শুধুমাত্র সন্ধ্যারতির সময় সেই জায়ান্ট স্ক্রিন চালু করা হয়।

এবার দেবীর পুজো জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করার দাবি তুলছেন ভক্ত ও পর্যটকদের একাংশ। সেই সঙ্গে মন্দিরের পবিত্রতা বজায় রাখতে ভোগ খাওয়ানোর বিকল্প ব্যবস্থা করা হোক। কারণ, খাবারের টুকরো পর্যটকদের পায়ে পায়ে দেবীর গর্ভগৃহে পৌঁছে যাচ্ছে।

বর্তমানে পর্যটন মরশুমে হাজার হাজার ভক্তের ঢল নামছে বামাখ্যাপার এই সাধনাস্থলে। সেই সঙ্গে পয়লা পৌষ থেকে মন্দিরের নিয়মে বদল ঘটেছে। আগে টাকা ফেললেই চটজলদি গর্ভগৃহে ঢুকে দেবীদর্শন করতে পারতেন অনেকে। কিন্তু প্রশাসনের কড়া নির্দেশে তা বন্ধ হয়েছে। সেই সঙ্গে গর্ভগৃহে ছবি তোলা নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে অধৈর্য হয়ে পড়ছেন পুণ্যার্থীরা। বিশেষ করে বয়স্করা সমস্যায় পড়ছেন। তাই পর্যটকদের একাংশ চাইছেন সারাক্ষণই জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে দেবীর মুখ ও পুজো দর্শনের সুযোগ করে দিক মন্দির কমিটি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen