← স্বাস্থ্য বিভাগে ফিরে যান
গ্যাস্ট্রিকের কারণ কী? গ্যাসের প্রতিরোধে জেনে নিন নয়টি ইংরেজি ওষুধের নাম
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গ্যাস্ট্রিক বা গ্যাসের সমস্যায় ভোগা বর্তমানে খুবই সাধারণ একটি বিষয়। দৈনন্দিন জীবনযাত্রার পরিবর্তনের কারণে এই সমস্যার শিকার হচ্ছেন অনেকেই। যদিও এটি কোনো মারাত্বক রোগ নয়। মূলত মানবদেহে পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে অতিরিক্ত অ্যাসিড নিঃসরণের ফলে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা হয়ে থাকে। এর ফলে হজমের সমস্যা, পেটব্যথা, বুকে ব্যথা, বমি, রক্তচাপের সমস্যা, অস্থিরতা, ইত্যাদি হতে পারে।
বিভিন্ন কারণে গ্যাসের সমস্যা হতে পারে। জেনে নিন গ্যাস্ট্রিকের কারণগুলি কী কী?
- সারাদিন বসে থাকা
- অতিরিক্ত চা পান করা
- ফাস্ট ফুড খাওয়া
- অতিরিক্ত ভাজাপোড়া খাবার খাওয়া
- ভালোভাবে চিবিয়ে না খাওয়া
- পেটে অতিরিক্ত ব্যাকটেরিয়া বৃদ্ধি পাওয়া
- পেটে অ্যাসিডের সৃষ্টি হওয়া
- অতিরিক্ত মানসিক চাপ নেওয়া
- মদ্যপান করা
এবারে জেনে নিন গ্যাসের জন্য কোন ওষুধ বা অ্যাসিডিটির ইংরেজি ওষুধ খাওয়া যেতে পারে।
গ্যাসের নয়টি ইংরেজি ওষুধের নাম
- Gas O Plus Tablet
- Simethicone
- Aciloc
- Zintac
- Gas – X
- Phazyme
- Acidocid
- Digene
- Gastro RD
উল্লেখ্য,উপরের উল্লেখিত ওষুধগুলি সাধারণ তথ্যের জন্য দেওয়া। তবে কোনও গ্যাসের ওষুধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া একান্ত বাঞ্ছনীয়।