হাওড়া গ্রামীণ জেলার পর্যটন কেন্দ্রগুলির হোম স্টেগুলিতে পর্যটকদের ভিড় বাড়ছে

হাওড়া জেলা পরিষদ সূত্রে খবর, বেলাড়ির হোম স্টেগুলিতে পর্যটকদের ভিড় তুলনামূলকভাবে বেশি হচ্ছে।বর্তমানে পাহাড়ে ঘুরতে যাওয়া পর্যটকদের কাছে হোম স্টে খুব জনপ্রিয়।

January 2, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পাহাড়ে ঘুরতে যাওয়া পর্যটকদের কাছে হোম স্টে খুব জনপ্রিয়। সমতলও কিন্তু এবিষয়ে পিছিয়ে নেই। শীতের মরশুম শুরু হতেই হাওড়া গ্রামীণ জেলার পর্যটন কেন্দ্রগুলির হোম স্টেগুলিতে পর্যটকদের ভিড় বাড়ছে।

হাওড়া জেলা পরিষদ সূত্রে খবর, বেলাড়ির হোম স্টেগুলিতে পর্যটকদের ভিড় তুলনামূলকভাবে বেশি হচ্ছে।বর্তমানে পাহাড়ে ঘুরতে যাওয়া পর্যটকদের কাছে হোম স্টে খুব জনপ্রিয়। পর্যটকদের মনোরঞ্জনের জন্য ইতিমধ্যে জেলা পরিষদের পক্ষ থেকে এইসব হোম স্টেগুলিকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। হাওড়া জেলা পরিষদ সূত্রে খবর, শ্যামপুর ১, বাগনান ১ এবং বাগনান ২ ব্লকে ১৬টি হোম স্টে তৈরি করা হয়েছে। এর মধ্যে শ্যামপুর ১ ব্লকের বেলাড়িতে ৭টি ছাড়াও গুজারপুর, ধান্দালি, গাদিয়াড়া, পূর্ব বাসুদেবপুর এবং শ্যামপুরে ১টি করে হোম স্টে তৈরি করা হয়েছে।

এছাড়াও বাগনান ১ ব্লকের পানিত্রাস ও বিরামপুরে এবং বাগনান ২ ব্লকের সন্তোষপুর এবং বীরকুলে একটি করে হোম স্টে তৈরি করা হয়েছে। শীতের মরশুম শুরু হতেই প্রতিটি হোম স্টেতে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে। তাঁদের মতে, ভিড় এড়িয়ে ঘরোয়া পরিবেশে নদীর তীরে নিরিবিলিতে ছুটি কাটানোর মজাটাই আলাদা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen