বড়দিনের পর ইরেজি নববর্ষ ও দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে গান লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সাম্প্রতিক সময়ে দুর্গাপুজো, কালী পুজোর মতো নানান উৎসব উপলক্ষ্যে গান লিখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

January 1, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সাম্প্রতিক সময়ে দুর্গাপুজো, কালী পুজোর মতো নানান উৎসব উপলক্ষ্যে গান লিখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বড়দিন উপলক্ষ্যেও গান লেখেন তিনি। এবার ইংরেজি নববর্ষ ও দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে জোড়া গান লিখলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গান দুটিতে সুরও করেছেন তিনি। দুটি গানই গেয়েছেন রাজ্যের মন্ত্রী তথা সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেন।

তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে লেখা গানের ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেছেন দলনেত্রী। তিনি লেখেন, “সর্বপ্রথম আপনাদের সকলকে জানাই ইংরেজি নববর্ষের আন্তরিক শুভনন্দন। এর পাশাপাশি আজকে আমাদের দলের প্রতিষ্ঠা দিবসও। এই বছরে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমার লেখা ও সুর করা একটি গান আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। গানটি গেয়েছেন প্রথিতযশা সঙ্গীতশিল্পী শ্রী ইন্দ্রনীল সেন।
বাংলার মানুষের স্বার্থের জন্য আমাদের লড়াই চলছে এবং আগামী দিনেও চলবে।
জয় হিন্দ! জয় বাংলা! বন্দেমাতরম! তৃণমূল কংগ্রেসে জিন্দাবাদ! মা-মাটি-মানুষ জিন্দাবাদ!”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen