রাজ্য বিভাগে ফিরে যান

ভদ্রেশ্বরে শুরু হল যাত্রা ও লোকসংস্কৃতি উৎসব

January 4, 2025 | < 1 min read

ভদ্রেশ্বরে শুরু হল যাত্রা ও লোকসংস্কৃতি উৎসব

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভদ্রেশ্বরের সুভাষ ময়দানে শুরু হল যাত্রা ও লোকসংস্কৃতি উৎসব। শুক্রবার উৎসবের উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধাড়া ও জেলাশাসক মুক্তা আর্য। উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ২৫০ জন শিল্পী অংশ নিয়েছিলেন। বিশেষ করে আদিবাসী লোকসংস্কৃতি শিল্পীদের উপস্থিতি ছিল নজরকাড়া। এদিনই কলকাতার যাত্রাপালা মঞ্চস্থ হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, উৎসবে পুতুল নাচ থেকে বাউল, বহুরূপী থেকে রণপা, কাঠিনাচ পরিবেশিত হবে এই উৎসবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Festival, #Yatra, #Bhadreswar, #Folk culture

আরো দেখুন