রাজ্য বিভাগে ফিরে যান

হুগলি ‘সিনার্জি’ থেকে মিলল ২,২৬০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব

January 4, 2025 | < 1 min read

হুগলি ‘সিনার্জি’ থেকে মিলল ২,২৬০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব। ছবি সৌজন্যে: millenniumpost

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শিল্প চালিয়ে নিয়ে যেতে বা নতুন শিল্প স্থাপনের ক্ষেত্রে মাঝেমধ্যেই দেখা দেয় নানা সমস্যা। যাবতীয় সমস্যা সমাধানে উদ্যোগী রাজ্য সরকার। সমস্যা শুনতে প্রায়শই করা হয় ক্যাম্প। জানা গেল, এই ক্যাম্পে ইতিমধ্যেই জমা পড়েছে ছ’লক্ষ আবেদন। আগামী ৩০ জানুয়ারির মধ্যে যাবতীয় আবেদন খতিয়ে দেখে সমাধান করবে রাজ্য। হুগলির চুঁচুড়া রবীন্দ্র ভবনে আয়োজিত সিনার্জিতে এই কথা জানালেন রাজ্যের ক্ষু্দ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। হুগলি জেলা সিনার্জি অনুষ্ঠানের শুভ সূচনা করেন তিনি। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, শিল্প দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ পান্ডে, হুগলি জেলা শাসক মুক্তা আর্য, সভাধিপতি রঞ্জন ধারা সহ জেলা আধিকারিক ও জন প্রতিনিধিরা।

‘সিনার্জি’ থেকে মিলল ২,২৬০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব। যা একদিকে হুগলিতে শিল্পের সোনালি ভবিষ্যতের পরিসর তৈরি করবে, অন্যদিকে খুলে দেবে কর্মসংস্থানের দুয়ার। শুক্রবার শিল্পোদ্যোগীদের একদিনের সম্মেলন তথা ‘সিনার্জি’ শেষ করে এমনটাই দাবি করেছে হুগলি জেলা প্রশাসন।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, একদিনের এই সম্মেলনে প্রায় ৫০০ উদ্যোগপতি উপস্থিত হয়েছিলেন। তাঁরা সব মিলিয়ে প্রায় ২,২৬০ কোটি টাকা বিনিয়োগের কথা জানিয়েছেন। পাশাপাশি, সামান্য কিছু আইনি খুঁটিনাটি মিটে গেলে বিনিয়োগের পরিমাণ সাড়ে চার হাজার কোটি ছাড়াতে পারে বলে মনে করছে প্রশাসন। তাতে জেলাজুড়ে প্রায় পঞ্চাশ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। যা জেলার সার্বিক অর্থনীতির নিরিখে একটি বেনজির পদক্ষেপ।

TwitterFacebookWhatsAppEmailShare

#MSME, #employment, #investment, #synergy, #Hooghly Synergy

আরো দেখুন