কলকাতা বিভাগে ফিরে যান

ছ’টি বিধানসভা উপ নির্বাচনে কোনও প্রভাব না পড়লেও CPM-এর সম্মেলনে গুরুত্ব পাচ্ছে RG Kar ইস্যু

January 4, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পড়ুয়া-চিকিৎসক তরুণীর খুন ও ধর্ষণ কাণ্ডে উত্তাল হয়েছিল রাজ্য। বিশ্বের বিভিন্ন প্রান্তে আন্দোলন সংগঠিত হয়েছিল। রাজনৈতিক রং ভুলে লাখ লাখ মানুষ পথে নেমে বিচার চেয়েছেন। মিটিং-মিছিল-আন্দোলনের ভরকেন্দ্র ছিল শহর কলকাতা। এই ইস্যুতে মিছিল কিংবা দীর্ঘ অবস্থান-বিক্ষোভে সিপিএমের তাৎপর্যপূর্ণ ভূমিকা ছিল বলেও শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে বারে বারে ‘অভিযোগ’ করা হয়েছে।


যদিও আরজি কর পরবর্তী ছ’টি বিধানসভা উপনির্বাচনে কার্যত তার কোনও প্রভাবই পড়েনি। এমনকী সাংগঠনিকভাবে সিপিএম বিশেষ সুবিধা করতে পারেনি বলেই স্বীকার করে নিচ্ছে । তাহলে আন্দোলনের রূপরেখা, স্লোগান ঠিক হচ্ছে না ? স্লোগান-আন্দোলন কী রকম হলে সাধারণ মানুষকে টানা যাবে, সেই উত্তর খুঁজছে সিপিএম।

শনিবার থেকে শুরু হয়েছে সিপিএমের ২৬তম কলকাতা জেলা সম্মেলন। চলবে সোমবার পর্যন্ত। ইতিমধ্যে সম্মেলনের রাজনৈতিক খসড়া প্রকাশিত হয়েছে। সেই খসড়া সামনে রেখেই এগবে জেলা সম্মেলন। জেলা সম্পাদকের কলমে সেখানে কী কী বিষয় উঠে এসেছে? সূত্রের খবর, ঘুরিয়ে ফিরিয়ে সেই আর জি কর ইস্যুকে সামনে আনা হয়েছে। কেন আর জি কর- কাণ্ডে এত মানুষ পথে নামলেও তাঁরা সিপিএমের সঙ্গে একাত্ম হচ্ছেন না? কোন স্লোগান সামনে রাখলে পথে নামা এই সব মানুষকে দলের কাছে আনা যাবে? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা হয়েছে খসড়ায়।

সূত্রের খবর, এর পাশাপাশি স্থানীয় ইস্যুগুলোকে হাতিয়ার করে সাধারণ মানুষকে আরও সংগঠিত করার কথা বলা হয়েছে এরিয়া কমিটিগুলিকে। রাজনৈতিক খসড়াতে একেবারে পরিস্কার বলা হয়েছে, আর জি কর আন্দোলনে যে মহিলারা রাস্তায় নামলেন, তাদের সঙ্গে যোগাযোগ নেই। যোগাযোগ থাকলেও পার্টি বা গণসংগঠনে টেনে আনার সম্ভাবনা উজ্জ্বল নয়। পার্টিতে মহিলা সদস্য সংখ্যা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্মেলনে প্রস্তাবিত কমিটি থেকেই নাম প্রত্যাহার করে নিয়েছিলেন ১৮ জন। রাজ্য কমিটির বৈঠকেও সেই প্রসঙ্গ উঠেছিল। সিপিএমের সাংগঠনিক জেলাগুলির মধ্যে কলকাতা রীতিমতো ‘হেভিওয়েট’। এখানকার সম্মেলনে কী হয়, বামেদের বিভিন্ন স্তরের নেতাকর্মীর পাশাপাশি সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলেরও।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #CPM, #WB Assembly, #By polls

আরো দেখুন