দুর্গাপুজোর থেকেও বেশি মদ বিক্রি হয়েছে ক্রিসমাস-নববর্ষে

এবছরের দুর্গাপুজোর থেকেও বেশি মদ বিক্রি হয়েছে ডিসেম্বরের শেষ সপ্তাহ ও জানুয়ারির প্রথম দুদিনে। দুর্গাপুজোর চারদিনে মোট ১২০ কোটি টাকা এসেছে আবগারি দপ্তরের কোষাগারে।

January 4, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
প্রতীকী ছবি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মদ বিক্রিতে দুর্গাপুজো, কালীপুজোর সঙ্গে এ বার সমান তালে টক্কর দিচ্ছে বড়দিন, নিউ ইয়ার্স। কলকাতা-সহ সারা রাজ্যে বছরে গড়ে প্রায় দু’হাজার কোটি টাকার মদ বিক্রি হয়। তবে ২০২৪ সালকে বিদায় জানিয়ে ২০২৫ কে স্বাগত জানানোর এটুকু সীমিত সময়েই রাজ্যে মদ বিক্রি হয়েছে প্রায় ১০০০ কোটি টাকার! যা কিনা রেকর্ড। বলা হচ্ছে, এবছরের দুর্গাপুজোর থেকেও বেশি মদ বিক্রি হয়েছে ডিসেম্বরের শেষ সপ্তাহ ও জানুয়ারির প্রথম দুদিনে। দুর্গাপুজোর চারদিনে মোট ১২০ কোটি টাকা এসেছে আবগারি দপ্তরের কোষাগারে।

আবগারি দপ্তরের তরফে জানা যাচ্ছে, এবারে হাজার কোটি টাকার যে মদ বিক্রি হয়েছে, সেই তালিকায় বেশিরভাগই বিদেশি মদ। যার দাম অনেকটাই বেশি। সম্প্রতি বাজেটে মদের দাম বাড়ানো হয়েছে। তা সত্ত্বেও সুরাপ্রেমীরা গাঁটের কড়ি খরচ করতে যে এতটুকুও কার্পণ্য করেননি, এই তা পরিসংখ্যানই তার প্রমাণ। এ থেকে স্পষ্ট, উৎসবের সময় প্রিয় পানীয়টুকুর স্বাদ ভরপুর গ্রহণ করতে কোনও কসুর করেননি কেউ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen