উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

করোনা আক্রান্ত জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়

September 11, 2020 | < 1 min read

জলপাইগুড়ির সাংসদ ডা: জয়ন্তকুমার রায়ের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। বৃহস্পতিবার গভীর রাতে সাংসদ নিজেই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। সাংসদ লিখেছেন, ‘সংসদ অধিবেশন শুরুর আগে নির্দেশ অনুযায়ী কোভিড টেস্ট করেছিলাম। এদিন রিপোর্ট পজিটিভ আসে। ডাক্তারের পরামর্শ নিয়ে আগামী ১০ দিন সেল্ফ আইসোলেশনে থাকব। প্রয়োজনীয় চিকিৎসা চলছে।’

পাশাপাশি গত ৭ দিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁরা যাতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেন, সেই অনুরোধ করেছেন জয়ন্তবাবু।

উল্লেখ্য, গত রবিবার হলদিবাড়ি ব্লকের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায়। তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন ও অভাব-অভিযোগ শোনেন। জয়ন্তবাবু হলদিবাড়িতে এসে সাবেক ছিটের স্থায়ী শিবিরেও গিয়েছিলেন।

সেদিনের কর্মসূচিতে তাঁর সঙ্গে ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলার দুই সহ সভাপতি বঙ্কিমচন্দ্র রায় ও অলোক চক্রবর্তী, প্রাক্তন জেলা সভাপতি দেবাশিস চক্রবর্তী, মহকুমা কনভেনার স্বপন সরকার আরও অনেকেই।

ওই দিন বিকেলে উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের চৌরঙ্গিতে দলীয় কর্মসূচিতেও যোগ দিয়েছিলেন সাংসদ। এছাড়া গত শনিবার সকালে ধূপগুড়ি পুর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের এক নির্যাতিতা ছাত্রীর বাড়িতেও গিয়েছিলেন সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায়। অর্থাৎ গত কয়েকদিনে তিনি প্রচুর সংখ্যক মানুষের সংস্পর্শে এসেছেন। তাই জয়ন্তবাবু করোনা আক্রান্ত হওয়ায় তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিরাও সংক্রামিত হয়েছেন কিনা তা খতিয়ে দেখছে স্বাস্থ্য দপ্তর।

TwitterFacebookWhatsAppEmailShare

#jalpaiguri, #jayanta roy

আরো দেখুন