শুরু থেকেই তুমুল সাড়া, প্রথম ৩ দিনে কত মানুষ এলেন ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরে?
ডায়মন্ড হারবারের সাংসদ ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নতুন বছরের দ্বিতীয় দিন থেকে শুরু হয়েছে ‘সেবাশ্রয়’ কর্মসূচি। সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরগুলিতে প্রথম দিন থেকেই ব্যাপক সাড়া মিলছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ডায়মন্ড হারবারের সাংসদ ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নতুন বছরের দ্বিতীয় দিন থেকে শুরু হয়েছে ‘সেবাশ্রয়’ কর্মসূচি। সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরগুলিতে প্রথম দিন থেকেই ব্যাপক সাড়া মিলছে। প্রতিটি স্বাস্থ্যশিবিরেই রোগীদের ভিড় উপচে পড়ছে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবকরা সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রতিটি ক্যাম্পে রোগীদের পরিষেবা দিচ্ছে। বিনামূল্যে সুচিকিৎসার সুযোগ পেয়ে রোগী ও রোগীর আত্মীয়রা আপ্লুত। শনিবার অবধি তিন দিনে প্রায় ২৪,০০০ মানুষ পরিষেবা পেয়েছেন।
সেবাশ্রয়ে প্রথম দিনে পা রেখেছিলেন ৫,৬৮৯ জন মানুষ। ডায়মন্ড হারবার বিধানসভার ৪১টি ক্যাম্পে হাজির হয়েছিলেন সাধারণ মানুষ। প্রথম দিনে, ৩৩৪০ জন রোগীর চিকিৎসা হয়েছে, ওষুধ দেওয়া হয়েছে ২৬০০ জনকে। রেফার করা হয়েছে ১৮১ জনকে।
শুক্রবার ছিল বিনামূল্যে রোগীদের চিকিৎসা প্রদানের দ্বিতীয় দিন। শুক্রবার ৪১টি শিবিরে উপস্থিত ছিলেন ৬,৯৪৫ জন। তাঁদের মধ্যে ৪,৩১২ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। ৩,৯৪২ জনকে ওষুধ বিতরণ করা হয়েছে। এছাড়াও ২৩৬ জন রোগীকে রেফার করা হয়েছে।
শনিবার ছিল তৃতীয় দিন। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের ৪১টি স্বাস্থ্য শিবিরে ১১,৩৮৮ জন মানুষ এসেছিলেন। এর মধ্যে ৭০৫৩ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে, ৬৫৩৭ জন প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন এবং ২৫৩ জনকে উন্নত মানের চিকিৎসার জন্য বিশেষ হাসপাতালে রেফার করা হয়েছে।
ডায়মন্ড হারবার জুড়ে শুরু হওয়া স্বাস্থ্যশিবির ছুটে চলছে দুর্বার গতিতে। প্রতিদিনই শিবিরে আসা মানুষের সংখ্যা পূর্ববর্তী দিনকে ছাপিয়ে যাচ্ছে। প্রথম তিনদিনই শিবির জুড়ে ছিল জনজোয়ার।
প্রসঙ্গত, ৭৫ দিন ধরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির চলবে। সাতটি বিধানসভা কেন্দ্রের প্রতিটিতে প্রতি ১০ দিনে ৪০-৫০টি শিবির হবে। মোট ৩০০টি শিবিরের আয়োজন করা হবে। ৩০০টি শিবির থেকে ৭১টি গ্রাম পঞ্চায়েত ও ৯৩টি ওয়ার্ডের প্রায় ২৩ লক্ষ মানুষ স্বাস্থ্য পরিষেবা নিতে পারবেন।