সুন্দরবনের উপকূলে বিদেশি অতিথিদের ভিড়, শীত পড়তেই হাজির পরিযায়ী পাখিরা

জাঁকিয়ে শীতের দেখা এখনও মেলেনি। ইতিমধ্যেই সুন্দরবনের উপকূলে বিদেশি অতিথিরা ভিড় জমাতে আরম্ভ করেছে। পরিযায়ী পাখিরা দলে দলে উড়ে এসে ভিড় করছে। কমন শেলডাক, হুইসলিং ডাক, বিভিন্ন প্রজাতির সি গালের কলরবে বাদাবন ও নদীর চর মুখরিত হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার অন্যান্য জায়গায় এখনও পর্যন্ত পরিযায়ী পাখিদের ভিড় জমে ওঠেনি।

January 6, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জাঁকিয়ে শীতের দেখা এখনও মেলেনি। ইতিমধ্যেই সুন্দরবনের উপকূলে বিদেশি অতিথিরা ভিড় জমাতে আরম্ভ করেছে। পরিযায়ী পাখিরা দলে দলে উড়ে এসে ভিড় করছে। কমন শেলডাক, হুইসলিং ডাক, বিভিন্ন প্রজাতির সি গালের কলরবে বাদাবন ও নদীর চর মুখরিত হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার অন্যান্য জায়গায় এখনও পর্যন্ত পরিযায়ী পাখিদের ভিড় জমে ওঠেনি।

পাখি বিশেষজ্ঞরা বলছেন, ডায়মন্ড হারবার, বারুইপুর-সহ বেশ কিছু এলাকায় গতবারও ভাল সংখ্যক পাখি এসেছিল। এবার এখনও তাদের দেখা মিলছে না। সুন্দরবনে যে সব পরিযায়ী পাখিরা এসেছে, তার মধ্যে বিরল প্রজাতির পাখির দেখা মেলেনি এখনও। জম্বুদ্বীপ, ফ্রেজা, লোথিয়ান, কালিস্তান ও কলসদ্বীপে পাখিরা এসেছে। স্ট্রিক থ্রোটেড সোয়ালো এসেছে। এবারে প্রচুর কমন শেলডাক এসেছে। দেখা মিলেছে পালাল গালের।

ফি বছর ইউরোপের বিভিন্ন দেশ থেকে ডিসেম্বরের শুরুতেই এই সব পাখি উড়ে আসতে শুরু করে। এবারও তাদের আগমনে কোনও বাধা আসেনি। পাখিরা সুন্দরবনের উপকূলবর্তী দ্বীপে এসে খোসমেজাজে সময় কাটাচ্ছে। কিন্তু জেলার অন্যান্য জায়গায় পাখিদের ঝাঁক সেভাবে নেই। একটু ঠান্ডা পড়লেই আরও পাখি আসবে বলে মত পরিবেশবিদদের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen