রাজ্য বিভাগে ফিরে যান

শীতের মিঠে রোদে হাজার হাজার পর্যটক ভিড় জমাচ্ছেন তারাপীঠে

January 6, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শীত পড়তেই ভিড় জমতে আরম্ভ করেছে তারাপীঠে। পর্যটকের সংখ্যা বাড়ছে। প্রতিদিনই হাজার হাজার পর্যটক ভিড় জমাচ্ছেন তারাপীঠে। ভিড় হওয়ায় খুশি হোটেল ও লজ ব্যবসায়ীরা। ফি বছর শীতের মরশুমে তারাপীঠে ভিড় উপচে পড়ে। হোটেলগুলোও ভিড়ে ঠাসা থাকে।

মন্দিরে পুজো দিয়ে অনেকে বনভোজনে মেতে উঠছেন। দ্বারকার পাড় বাঁধিয়ে পার্ক গড়ে তোলা হয়েছে। পর্যটকরা সেখানে রোদ পোহাচ্ছেন। হরিদ্বারের মতো দ্বারকার পাড়ে আরতি পর্যটকদের আকর্ষণ কয়েকগুণ বাড়িয়ে তুলেছে। শীত মানেই বেড়ানোর মরশুম। বছরের শুরুতে অনেকেই চান ধর্মীয় স্থানে পুজো দিতে। অনেকেই বেছে নেন তীর্থক্ষেত্র।

লজ ব্যবসায়ীদের মতে, অন্যতম সেরা বেড়ানোর ডেস্টিনেশন হয়ে উঠেছে তারাপীঠ। প্রতিদিনই অধিকাংশ হোটেলের রুম বুক থাকছে। তারাপীঠে পুজো দেওয়ার পাশাপাশি অনেকেই নিতাইয়ের জন্মভিটে বীরচন্দ্রপুরের একচক্রাধাম, নলাটেশ্বরী ও মুলুটি মায়ের দর্শন করতে যাচ্ছেন। হোটেল ব্যবসায়ীদের আশা, আগামী কয়েকদিনেও ভিড় থাকবে। পর্যটকদের জন্য তারাপীঠ মন্দির-সহ এলাকার নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তীর্থভূমি জুড়ে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানোর পাশাপাশি টহলদারি বাড়িয়ে তোলা হয়েছে। মন্দিরের নিজস্ব নিরাপত্তাকর্মী ছাড়াও পুলিশের সহযোগিতা নেওয়া হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Winter season, #West Bengal, #tarapith

আরো দেখুন