টাক মাথা নিয়ে হীনমন্যতায় ভোগার দিন শেষ! বাংলায় সরকারিস্তরে চালু হল ‘প্লেটলেট রিচ থেরাপি’
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: টাক মাথা নিয়ে লজ্জা, হীনমন্যতায় ভোগার দিন শেষ! বাংলায় সরকারিস্তরে প্রথম ‘প্লেটলেট রিচ থেরাপি’ শুরু হল নীলরতন সরকার মেডিক্যাল কলেজে। এবার ভিতর থেকে চুল গজাবে। টানলেও তা খুলবে না।
বেসরকারি হাসপাতালে এই চিকিৎসার জন্য মোটা টাকা ব্যয় করতে হয়। প্লেটলেট রিচ থেরাপির জন্য অনেকগুলো রোগীর ‘সিটিং’ লাগে। বেসরকারিতে একেকটা সিটিংয়ের জন্য ন্যূনতম খরচ ৮ হাজার টাকা। নীলরতন সরকার মেডিক্যাল কলেজে এই চিকিৎসা মিলছে বিনামূল্যে। হাসপাতালের ত্বকরোগ বিভাগে সম্প্রতি অত্যাধুনিক সমস্ত যন্ত্র দিয়েছে রাজ্য সরকার। তার মাধ্যমেই এহেন আধুনিক চিকিৎসা বিনামূল্যে করা সম্ভব হয়েছে।
এই থেরাপিতে প্রথমে রোগীর ২০ এমএল রক্ত নেওয়া হয়। বিশেষ প্রক্রিয়ায় তা থেকে আলাদা করা হয় প্লেটলেট। মাথার যেখানে চুল নেই, সেখানে ইনজেক্ট করা হয় ওই প্লেটলেট। একবার নয়, প্রয়োজনে বেশ কয়েকবার এমন করা হয়। প্রতি মাসে একটা করে সিটিং হয়। ইনজেক্ট করে দেখা হয় কতটা চুল গজাল। প্লেটলেটের মধ্যে গ্রোথ ফ্যাক্টর থাকে। যা মাথায় চুল গজাতে সাহায্য করে। নতুন চুলে কিছু মাখতেও বাধা নেই। নতুন গজানো চুলে শ্যাম্পুও করা যাবে। ন্যূনতম তিনটি ‘সিটিং’ লাগে চুল গজানোর জন্য। বেশিও লাগতে পারে কোনও কোনও ক্ষেত্রে। লাইন দিয়ে মানুষ আসছেন নীলরতন সরকার মেডিক্যাল কলেজে।