রাজ্য বিভাগে ফিরে যান

অক্সফোর্ডে বক্তৃতার আমন্ত্রণ, মার্চে লন্ডন যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়

January 8, 2025 | < 1 min read

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আবারও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে আমন্ত্রণ জানালো হল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শোনা যাচ্ছে, মার্চের তৃতীয় সপ্তাহে লন্ডনে যেতে পারেন তিনি।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর জোনাথন মিচি, ২০২৩ সালের নভেম্বরে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিলেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। গত বছরের জুনে তাঁর লন্ডনে যাওয়ার কথা থাকলেও তিনি যেতে পারেননি। নিজের জীবন সংগ্রাম এবং রাজনৈতিক লড়াইয়ের বিষয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে মমতা বন্দোপাধ্যায়কে। প্রো ভাইস-চ্যান্সেলর মিচি, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দর্শন, বিভাজন বিরোধী এবং সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টিভঙ্গির দ্বারা অনুপ্রাণিত।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #oxford university, #London

আরো দেখুন