দেশ বিভাগে ফিরে যান

তলানিতে নেমে যেতে পারে ভারতের আর্থিক বৃদ্ধির হার, কোন অশনি সংকেত?

January 8, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একেবারে সর্বনিম্নস্তরে নামতে পারে ভারতের আর্থিক বৃদ্ধির হার। মঙ্গলবার কেন্দ্র সরকারের তরফে প্রকাশিত পরিসংখ্যানে আশঙ্কা করা হচ্ছে, চলতি অর্থবর্ষে অর্থাৎ ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৬.৪ শতাংশে নামতে পারে। এমনটা হলে করোনা কাল অর্থাৎ ২০২০-২১ অর্থবর্ষের পর চলতি বছরে আর্থিক বৃদ্ধির হার সবচেয়ে তলানিতে ঠেকবে। করোনার সময় ভারতের আর্থিক বৃদ্ধির হার নেতিবাচক হয়েছিল, -৫.৮ শতাংশে নেমে গিয়েছিল। গত অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার ৮.২ শতাংশ ছিল। ২০২১-২২ অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার ছিল ৬.৬ শতাংশ। ২০২২-২৩ অর্থবর্ষে যা সাত শতাংশে ঠেকেছিল।

গত ডিসেম্বরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পূর্বাভাস ছিল, চলতি অর্থবর্ষে ভারতের বৃদ্ধির হার ৬.৬ শতাংশ হতে পারে। কেন্দ্রীয় সরকারের তরফে তা আরও কমার সম্ভাবনার কথা বলা হল। আর্থিক বৃদ্ধির হারের পূর্বাভাসের ভিত্তিতে সাধারণ বাজেট তৈরি করা হবে। যা আগামী পয়লা ফেব্রুয়ারি সংসদে পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

এবার ভারতের আর্থিক বৃদ্ধির হার কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী, উৎপাদন ও পরিষেবা ক্ষেত্রের অবস্থা বেশ খারাপ। যার প্রভাব পড়েছে আর্থিক বৃদ্ধির উপর। গত বছর, উৎপাদন ক্ষেত্রের বৃদ্ধির হার ৯.৯ শতাংশে ঠেকেছিল, এবার তা কমে ৫.৩ শতাংশে ঠেকতে পারে। পরিষেবা ক্ষেত্রের বৃদ্ধির হার হতে পারে ৫.৮ শতাংশ। যা বিগত অর্থবর্ষে ছিল ৬.৪ শতাংশ। জোড়া ধাক্কার জেরে চলতি অর্থবর্ষে ভারতের কৃষিক্ষেত্রের উত্থানের বিষয়টি চাপা পড়ে যেতে পারে। উৎপাদন এবং পরিষেবা ক্ষেত্রের হার এতই খারাপ হবে, যে কৃষিতেও মুখ রক্ষা হবে না। চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার তার থেকেও কম হতে পারে বলে দাবি নানান মহলের। এইচএসবিসির পূর্বাভাস, চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৬.২ শতাংশে ঠেকতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#modi govt, #Economic Growth Rate, #India, #GDP

আরো দেখুন