কলকাতা বিভাগে ফিরে যান

প্রথম রোবটিক টোটাল নি রিপ্লেসমেন্ট হল SSKM-এ

January 9, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পিজি হাসপাতালে প্রথম রোবটিক টোটাল নি রিপ্লেসমেন্ট হল। অর্থোপেডিক বিভাগের চিকিৎসকদের পরিচালনায় প্রায় দু’ঘণ্টা ধরে রোবটের মাধ্যমে অপারেশনটি সম্পন্ন হয়। পূর্ব মেদিনীপুরের বাসিন্দা এক বৃদ্ধার বাম হাঁটুতে কোবাল্ট ক্রোমিয়াম নির্মিত টাইটেনিয়ামের কোটিংয়ের কৃত্রিম ইনপ্ল্যান্ট বসানো হয়েছে। বিভাগীয় প্রধান ডাঃ মুকুল ভট্টাচার্য, সহকারী অধ্যাপক ডাঃ অর্ণব কর্মকার-সহ পাঁচজন চিকিৎসক অস্ত্রোপচারে অংশ নেন। বাইরে এই অপারেশনে খরচ পড়ত প্রায় ৩ থেকে সাড়ে ৩ লক্ষ টাকা। একেবারেই বিনামূল্যে হয়েছে পিজি হাসপাতালে। অস্ত্রোপচার শেষে রোগিনীর অবস্থা ছিল স্থিতিশীল। সব ঠিক থাকলে তাঁকে দ্রুত ছুটি দেওয়া হবে। উল্লেখ্য, পিজি হাসপাতালে এই অপারেশন প্রথম হল। বাংলায় সরকারি ক্ষেত্রে দ্বিতীয়বার এমন অপারেশন হল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #sskm hospital, #knee replacement, #robotic surgery

আরো দেখুন