মেডিক্যাল কলেজের হোস্টেলে তরুণী চিকিৎসককে ধর্ষণের অভিযোগ সহপাঠীর বিরুদ্ধে

সূত্রের খবর, এমবিবিএসের চূড়ান্ত বর্ষের ওই ছাত্রী সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে দাতিয়া থেকে গোয়ালিয়র এসেছিলেন।

January 8, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সরকারি মেডিক্যাল কলেজের হোস্টেলে তরুণী চিকিৎসককে ধর্ষণের অভিযোগ তাঁরই সহপাঠীর বিরুদ্ধে। দু’ জনেরই বয়স ২৫। মধ্যপ্রদেশের গোয়ালিয়রের ঘটনা। সোমবার অভিযুক্ত চিকিৎসক ধনঞ্জয় কুমার আইয়ানকে গ্রেপ্তার করেছে পুলিস।

সূত্রের খবর, এমবিবিএসের চূড়ান্ত বর্ষের ওই ছাত্রী সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে দাতিয়া থেকে গোয়ালিয়র এসেছিলেন। থাকছিলেন সরকারি গজরাজ মেডিক্যাল কলেজের হস্টেলে। সিটি পুলিস সুপার অশোক জর্ডন বলেন, রবিবার পরীক্ষার পরে সহপাঠী ধনঞ্জয় কুমার আইয়ানের সঙ্গে দেখা করেন ওই তরুণী। এরপর তাঁকে বয়েজ হস্টেলের পরিত্যক্ত অংশে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে আইয়ান।

স্থানীয় এসপি অশোক জাদন ঘটনাপ্রসঙ্গে জানিয়েছেন, মহিলা চিকিৎসক অভিযোগ করেছেন, তাঁকে পরিত্যক্ত হোস্টলে ডেকে পাঠিয়ে ধর্ষণ করেছেন তাঁর সহকর্মী। হুমকিও দেওয়া হয়, অভিযোগে তেমনটাই জানিয়েছেন তিনি।

ঘটনাটি প্রকাশ্যে আসে, যখন মহিলা চিকিৎসক পুলিশের দ্বারস্থ হন। কম্পু থানায় গিয়ে তিনি সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযগের ভিত্তিতে ইতিমধ্যে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চালাচ্ছে পুলিশ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen