← কলকাতা বিভাগে ফিরে যান
BREAKING ১৮ জানুয়ারি RGKar-এর ধর্ষণ ও খুনের মামলার রায় ঘোষণা করবে কলকাতা শিয়ালদহ আদালত
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৮ জানুয়ারি আর জি কর ধর্ষণ ও খুন মামলায় রায়দান করবেন শিয়ালদহ আদালতের বিচারক। গত বছরের ৮ অগস্ট আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ ও খুন করা হয়। তদন্তে নেমে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। পরে তদন্তভার হাতে নিয়ে আরজি কর-কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ারকেই একমাত্র অভিযুক্ত হিসাবে চার্জশিটে উল্লেখ করেছে সিবিআই-ও। যে নৃশংস ঘটনা ঘটেছে তা যে একজনের পক্ষে করা সম্ভব যে দাবি ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিশেষ রিপোর্টে দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে ছিল এই মামলার শুনানি। সেখানেই রায়দানের চুড়ান্ত দিনক্ষণ নির্ধারণ করেন বিচারক। আদালতের রায়ের অপেক্ষায় গোটা বাংলা।