রাজ্য বিভাগে ফিরে যান

কোন সমবায় ব্যাঙ্কে কত অ্যাকাউন্ট? ১৫ই জানুয়ারির মধ্যে তথ্য চাইল নবান্ন

January 10, 2025 | < 1 min read

ছবি: ফাইল চিত্র

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বিরাট সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। কোন ব‌্যাঙ্কে কত অ‌্যাকাউন্ট রয়েছে, তার মধ্যে কতগুলোয় দীর্ঘদিন টাকা-প্রদান হয়নি, কতগুলো অ‌্যাকাউন্ট থেকে বড় অঙ্কের টাকা লেনদেন হয়েছে–এইসমস্ত যাবতীয় তথ‌্য রাজ্যের সমস্ত সমবায় ব‌্যাঙ্কগুলোর থেকে চেয়ে পাঠানো হল।

আর এই তথ্য পাঠানোর নির্দিষ্ট সময়সীমাও উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়। জানা গিয়েছে আগামী ১৫ জানুয়ারির মধ্যে সমস্ত তথ্য জমা দিতে হবে। এবিষয়ে একটি বৈঠক করেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার। সেখানেই সিদ্ধান্ত হয়েছে, সমস্ত সমবায় ব‌্যাঙ্কগুলিতে সন্দেহজনক অ‌্যাকাউন্ট চিহ্নিত করে ব‌্যবস্থা নেওয়া হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর ‘কালো টাকা’ উদ্ধারে কোমর বেঁধে নেমেছে নবান্ন। গত বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলিতে অনেক ভুয়ো অ্যাকাউন্টে হিসেব বহির্ভূত টাকা রয়েছে। তদন্ত করে সেই টাকা উদ্ধারের নির্দেশ দেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nabanna, #Cooperative Bank, #West Bengal, #Bengal

আরো দেখুন