বিকাশরঞ্জনের বক্তব্য ঘিরে বাম–কংগ্রেস জোটে এবার ফাটল?
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বিকাশরঞ্জন ভট্টাচার্যর মন্তব্য ঘিরে বাম–কংগ্রেস জোটে কি এবার ফাটল ধরতে চলেছে? রাজ্য–রাজনীতিতে এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। সম্প্রতি নানা ইস্যুতে বাম-কংগ্রেসের দূরত্ব বেড়েছে। এবার বিকাশরঞ্জন ভট্টাচার্যর মন্তব্য ঘিরে কার্যত মুষলপর্ব শুরু হল।
সিপিএমের রাজ্যসভার সাংসদের ‘এমার্জেন্সি’ মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার দাবি তুললেন, কংগ্রেসের সমর্থন নিয়ে তিনি রাজ্যসভার সাংসদ হয়েছেন। অবিলম্বে তাঁর উচিত সেই পদ ছেড়ে দেওয়া। তাতে বিকাশবাবুর পালটা মন্তব্য, শুভঙ্কর নাকি তাঁর কথা বুঝতেই পারেননি। বিষয়টি নিয়ে কংগ্রেস নেতা, কর্মীরা সোশাল মিডিয়ায় সরব হয়েছেন।
সম্প্রতি কংগ্রেসের অন্দরে কিছু সদস্য আছেন যাঁরা আরএসএসের দিকে ঝুঁকে রয়েছে বলে মন্তব্য করেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। রাজনৈতিক সমীকরণ পাল্টাতে পারে সেটাও উল্লেখ করেছেন। এমনকী ইন্দিরা গান্ধী জমানার ইমারজেন্সি নিয়েও সমালোচনা করেছেন বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন। আর তারই জবাব দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
জানা যাচ্ছে, গত ডিসেম্বরে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে বিকাশরঞ্জন ভট্টাচার্য রাজনৈতিক পরিবর্তন নিয়ে বেশ কিছু মন্তব্য করেন। তাঁর বক্তব্য ছিল, ”সামাজিক পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেসব পরিস্থিতির উপর দাঁড়িয়ে রাজনৈতিক সমীকরণও বদলায়। রাজনৈতিক সমীকরণ বদলেছে মানেই যে অতীতের ঘটনাগুলি ইতিহাস থেকে মুছে যায়, তা তো নয়। ইন্দিরা গান্ধীর আমলে যে এমার্জেন্সি হয়েছিল, তা তো অত্যন্ত কালো অধ্যায়। সেটা কি উপেক্ষা করা যায়? আমি তো সংসদে দাঁড়িয়ে ৩ মিনিটের মধ্যে একথা বলেছি। সাংবিধানিক ইতিহাসে এর্মাজেন্সি একটা কালো দাগ। পাশাপাশি এও বলেছি, ইন্দিরা গান্ধী ক্ষমা চেয়েছেন। এটা ঐতিহাসিক ঘটনা।”