কীটনাশক খেয়ে আত্মঘাতী আন্দোলনরত আরও এক কৃষক, অস্বস্তিতে কেন্দ্র
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আন্দোলন মঞ্চেই কীটনাশক খেয়ে আত্মঘাতী আরও এক কৃষক। ঘটনাস্থল সেই পাঞ্জাব, হরিয়ানার শম্ভু সীমানা। এমএসপি, ঋণ মুকুব সহ একাধিক দাবিকে সামনে রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। এদিন ওই কৃষক বাকি কৃষকদের সাথে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। সেই সময় হঠাৎ করেই তিনি বিষ খান বলে দাবি আন্দোলনরত কৃষকদের। তাঁর শারিরীক অবস্থার অবনতির কারণে হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকরা।
সারা দেশে ডিসেম্বরেই পাঁচশোর বেশি জেলায় সংযুক্ত কিসান মোর্চা বিক্ষোভ দেখিয়েছে ফসলের ন্যূনতম দাম নিশ্চিতকরণে আইনের দাবিতে। দাবি রয়েছে কৃষিঋণ মকুবেরও। এই পর্বে কৃষক আন্দোলনে অন্যতম বড় বিষয় হয়েছে কেন্দ্রীয় সরকারের কৃষি বিপণন নীতি কাঠামোর খসড়া বাতিল।
সামনেই দিল্লি বিধানসভা ভোট। তার আগে আন্দোলন মঞ্চে একের পর এক কৃষকের আত্মহত্যায় চাপ বাড়ছে বিজেপির উপর। বিরোধীরা বিষয়টিকে নির্বাচনী প্রচারের অন্যতম ইস্যু করতে পারে। ফলে মরিয়া হয়ে সুরাহার উপায় খুঁজছে বিজেপি। যদিও কৃষকরা কেন্দ্র এবং বিজেপিকে একসুরে আক্রমণ করেছেন। তুমুল ক্ষোভে ফেটে পড়েছেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, ‘দেশের গরিব কৃষকদের নিয়ে কেন্দ্রের কোনও মাথাব্যথা নেই। তাঁরা বাঁচলেন, নাকি মরলেন, তা নিয়ে বিজেপি ভাবছেই না।’ কিষান মজদুর মোর্চার তোপ, ‘৭০ বছর বয়সি কৃষক নেতা জগজিৎসিং দাল্লেওয়াল এক মাসেরও বেশি সময় ধরে অনশন করছেন। এখন তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এরপরেও মোদি সরকারের কোনওরকম মাথাব্যথা নেই। ফলে রণজোধ সিং কিংবা রেশম সিং— কারও মৃত্যুতেই এই বিজেপি সরকারের ঘুম ভাঙবে তেমন আশা করছি না। আমাদেরই যা করার করতে হবে।’