দেশ বিভাগে ফিরে যান

একাধিক দাবিতে ২৪-২৫ ফেব্রুয়ারি ব্যাঙ্ক ধর্মঘট

January 10, 2025 | < 1 min read

একাধিক দাবিতে ২৪-২৫ ফেব্রুয়ারি ব্যাঙ্ক ধর্মঘট

কর্মী নিয়োগ এবং প্রতি সপ্তাহে পাঁচ দিন কাজের দাবি তুলে ফেব্রুয়ারি মাসের ২৪ এবং ২৫ তারিখে দেশ জুড়ে টানা দু’দিন ধর্মঘটের ডাক দিল ব্যাঙ্ক অফিসারদের সংগঠন অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন (আইবক)।

শুধু তাই নয়, অতিরিক্ত চাপের মুখে পড়ছেন ব্যাঙ্কের কর্মী এবং অফিসাররা। ব্যাঙ্কের সাধারণ কর্মীদের সংগঠন তথা এআইবিইএ-র সভাপতি রাজেন নাগর, আইবক-এর রাজ্য সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায় এবং অল ইন্ডিয়া ন্যাশনালাইজ়ড ব্যাঙ্ক অফিসার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাসের অভিযোগ, কাজ করার মতো মাথা আগের থেকে অনেক কমে গেছে।

গত ১০ বছরে ব্যাঙ্কে বহু কর্মী অবসর নিয়েছেন। অনেকে চাকরি ছেড়েও দিয়েছেন। কিন্তু কর্মী নিয়োগ হয়েছে সামান্যই, দাবি রাজেনের। তাঁর বক্তব্য, ‘‘এর ফলে নিট হিসাবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক শিল্পে এখন অফিসার নন এমন সাধারণ কর্মীদের ১.১৪ লক্ষ পদ খালি পড়ে রয়েছে। যাঁরা কাজ করছেন, তাঁদের উপর চাপ কয়েক গুণ বেড়ে গিয়েছে। গ্রাহক পরিষেবা ধাক্কা খাচ্ছে। অনেকের সঙ্গেই ব্যাঙ্ক কর্মীদের ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। পরিষেবা ঠিক মতো না পেয়ে অনেক ক্ষেত্রে তাঁদের একাংশ কর্মীদের উপর চড়াও হচ্ছেন। এই পরিস্থিতি চলতে পারে না। আমরাও কর্মী নিয়োগ, বাইরের লোক দিয়ে কাজ চালানোর বিরোধিতা, পাঁচ দিনের সপ্তাহ চালু ইত্যাদি দাবিতে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছি।’’ তিনি জানান, আগামী ১৫ জানুয়ারি সংগঠনের কর্মকর্তাদের বৈঠক কলকাতায় হবে। সেখানেই আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে। আইবকের ডাকা ধর্মঘটকে সমর্থন করছেন তাঁরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Strike, #Bank Strike

আরো দেখুন