বাংলায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক পর্যন্ত স্কুলছুট শূন্য, বলছে কেন্দ্রের রিপোর্ট
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শিক্ষাক্ষেত্রে দারুণ সাফল্য পেল বাংলা। বাংলার সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিকস্তরে গত এক বছরে কোনও পড়ুয়া স্কুলছুট হয়নি। খোদ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বাংলার স্কুলগুলিতে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কোনও পড়ুয়া স্কুল ছাড়েনি। বাংলায় স্কুলছুটের হার শূন্য হওয়ার পরিসংখ্যানে খুশি শিক্ষাবিদেরা।
কেন্দ্রের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরে স্কুলছুট পড়ুয়ার সংখ্যা সবচেয়ে বেশি ডবল ইঞ্জিন বিহারে, প্রায় ৮.৯ শতাংশ। এছাড়াও বিজেপি শাসিত রাজস্থানে ৭.৬ শতাংশ, মেঘালয়ে ৭.৫ শতাংশ, অসমে ৬.২ শতাংশ, অরুণাচল প্রদেশে ৫.৪ শতাংশ। পরিসংখ্যান বলে দিচ্ছে ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে স্কুলছুটের হার বেশি।
উচ্চ প্রাথমিকস্তরেও স্কুলছুটের হারে শীর্ষে বিহারে, প্রায় ২৫.৯ শতাংশ। বিহারকে লাল তালিকাভুক্ত করেছে কেন্দ্র। গত শিক্ষাবর্ষে উচ্চ প্রাথমিকস্তরে ১২.৪ শতাংশ পড়ুয়া স্কুলছুট হয়েছে মেঘালয়ে। মধ্যপ্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড, অসম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এবং মিজোরামে স্কুলছুটের সংখ্যা বেশি।
বাংলায় স্কুলছুট রয়েছে, তবে তা মাধ্যমিকস্তরে। মাধ্যমিকস্তরে স্কুলছুটের সংখ্যা সবচেয়ে বেশি বিহারে, ২৫.৬৩ শতাংশ। এরপরই রয়েছে যথাক্রমে অসম। হার ২৫.০৭ শতাংশ, গুজরাতে ২১.০২ শতাংশ। এছাড়াও তালিকায় রয়েছে কর্নাটক, মেঘালয়, লাদাখ, অরুণাচল প্রদেশ, সিকিম, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, মণিপুর এবং ঝাড়খণ্ড।