ব্রহ্মপুত্রে জ্বলল না মশাল, ম্যাকলারেনের গোলে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান 

মোহনবাগান এখনও পর্যন্ত লিগের শীর্ষে, সেখানে ইস্টবেঙ্গলের স্থান ১১তম। ম্যাচের সব আপডেট সবার আগে পেতে চোখ রাখুন দৃষ্টিভঙ্গিতে।

January 11, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi
জেমি ম্যাকলারেনকে নিয়ে সতীর্থদের উচ্ছ্বাস, ছবি: সমাজমাধ্যম।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এখনও পর্যন্ত আইএসএলে সবুজ-মেরুন ব্রিগেডকে হারাতে পারেনি ইস্টবেঙ্গল। এবার কি চিত্রটা বদলাবে? নাকি লাল-হলুদের বিরুদ্ধে ফিরতি পর্বের ডার্বিতে নবম জয়টি ছিনিয়ে নেবে মোহনবাগান? যদিও মোহনবাগান এখনও পর্যন্ত লিগের শীর্ষে, সেখানে ইস্টবেঙ্গলের স্থান ১১তম। ম্যাচের সব আপডেট সবার আগে পেতে চোখ রাখুন দৃষ্টিভঙ্গিতে।

খেলা শেষ- জেমি ম্যাকলারেনের একমাত্র গোলে জিতল মোহনবাগান। টানা দশটি কলকাতা ডার্বিতে অপরাজিত থাকল মোহনবাগান। ন’টিই জিতেছে তারা। একটি ড্র।

৮৮ মিনিট- ম্যাকলারেনের বদলি হিসেবে নামলেন পেত্রাতোস।

৮৬ মিনিট- দশ জনেও লড়াই চালাচ্ছে লাল-হলুদের ফুটবলাররা।

৭৮ মিনিট – স্টুয়ার্টের একটি ভাল পাস থেকে গোল হতে পারত। তবে লিস্টনের শট বাঁচান প্রভসুখন।

৭৫ মিনিট- কামিংসের বদলে মাঠে প্রবেশ স্টুয়ার্টের।

৬৯ মিনিট- ডেভিডের বদলে নামলেন মহেশ।

৬৭ মিনিট – ডান দিক থেকে আশিসের শট বাঁচালো প্রভসুখন।

৬৪ মিনিট- দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে ইস্টবেঙ্গলের শৌভিক চক্রবর্তী। এক গোলে পিছিয়ে থেকে এখন ১০ জনেও খেলতে হবে লাল-হলুদ দলকে।

৬৩ মিনিট – লিস্টনের গোলমুখী আক্রমণের সময় বাধা দেওয়ায় দ্বিতীয় হলুদ কার্ড দেখলেন শৌভিক। রেফারি আর একটি হলুদ কার্ড এবং লাল কার্ড দেখিয়ে বার করে দিলেন তাঁকে।

৬০ মিনিট – ইস্টবেঙ্গলের বক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন ম্যাকলারেন। কিন্তু ক্রস ক্লিয়ার করে দেন ইউস্তেরা।

৪৯ মিনিট- কোলাসোকে বাধা দেওয়ার জন্য হলুদ কার্ড দেখলেন ইস্টবেঙ্গলের ডিফেন্ডার নিশু কুমার।

৪৬ মিনিট – দ্বিতীয়ার্ধের শুরুতে ক্লেটনের শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট।

বিরতি -ম্যাকলারেনের দেড় মিনিটের গোলে প্রথমার্ধে এগিয়ে মোহনবাগান।

৩৬ মিনিট- শৌভিকের কনুই অসাবধানে লেগেছে ম্যাকলারেনের লাগায় হঠাৎ মাঠের মাঝে বচসায় জড়ালেন তারা। দু’পক্ষের বাকি ফুটবলারেরা বচসা মেটালেন।

২৯ মিনিট- দুই দলই মন্থর গতিতে ফুটবল খেলছে।

২১ মিনিট– কামিংস থেকে ম্যাকলারেন হয়ে বল পেয়েছিলেন মনবীর। অবিশ্বাস্যভাবে গোল মিস করলেন মনবীর।

১৭ মিনিট- মোহনবাগান আক্রমণ অব্যাহত রেখেছে, পাল্টা আক্রমণের আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ ইস্টবেঙ্গল।

১৩ মিনিট- শুরু থেকেই দেখাচ্ছে মোহনবাগানের দাপটে চাপে ইস্টবেঙ্গল।

১২ মিনিট- ম্যাকলারেনের শট নুঙ্গার পিঠে লেগে ফিরলেও কর্নার দিলেন না রেফারি। ভুল সিদ্ধান্ত লাইন্সম্যানের।

১১ মিনিট- অল্পের জন্য হেড করতে পারলেন না মোহনবাগানের মনবীর। অন্যদিকে লিস্টনের শট ইউস্তের গায়ে লেগে কর্নার হয়ে যায়।

৬ মিনিট- গোলের সুযোগ থাকলেও পারলেন না ইস্টবেঙ্গলের ক্লেটন।

২ মিনিট- দেড় মিনিটের মধ্যেই ম্যাকলারেনের গোলে এগিয়ে গেল মোহনবাগান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen