পথ কুকুরদের খাওয়ানোর জন্যে শহরের বুকে জায়গা চিহ্নিত করল কলকাতা পুরসভা
শহরের বুকে আর যেখানে-সেখানে পথ কুকুরদের খাওয়ানো যাবে না।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শহরের বুকে আর যেখানে-সেখানে পথ কুকুরদের খাওয়ানো যাবে না। কলকাতা শহরে পথ কুকুরদের খাওয়ানোর জন্যে ৩৪০টি জায়গা চিহ্নিত করল কলকাতা পুরসভা। প্রতিদিন ভোর ৫টা থেকে সকাল ৭টা এবং সন্ধে ৭টা থেকে রাত ৯টার মধ্যে পথ কুকুরদের খাবার দেওয়া যাবে। জায়গাগুলির তালিকা দ্রুত প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে।
জানা যাচ্ছে, প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে ২টি করে জায়গা নির্দিষ্ট থাকবে তালিকায়। সংখ্যা আরও বাড়ানো হবে। এবার থেকে পথ কুকুরদের নির্দিষ্ট জায়গার বাইরে খাবার দেওয়া যাবে না। নির্দিষ্ট জায়গায় খাবার দেওয়ার সময়ে কেউ বাধা দিলে বাধাদানকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পথ কুকুরদের কী কী খাবার দেওয়া যাবে, তার তালিকাও দেওয়া হবে। চকোলেট, কফি, দুগ্ধজাত খাবার, পিঁয়াজ-রসুন দেওয়া খাবার দেওয়া যাবে না। কারণ, এই খাবারগুলি কুকুরদের জন্যে ক্ষতিকারক। দীর্ঘদিনের অভিযোগ, পথ কুকুরকে খাবার দেওয়ার কারণে আশপাশের বাসিন্দাদের থেকে অপমান সহ্য করতে হয় কুকুরপ্রেমীদের। সেই সমস্যা সমাধানেই এগিয়ে এল পুরসভা।