কোচবিহারের জন্য সুখবর! রসিকবিলকে রামসার সাইটে অন্তর্ভুক্ত করার তোড়জোড় শুরু?
কোচবিহারের অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র হল রসিকবিল।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কোচবিহারের অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র হল রসিকবিল। এবার সেই রসিকবিলে রামসার সাইটে অন্তর্ভুক্ত করার ভাবনাচিন্তা শুরু করেছে বন দপ্তর। শুক্রবার রসিকবিল প্রাকৃতিক পর্যটনকেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন বিধানসভার স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধিদল ও প্রশাসনিক আধিকারিকরা। পরিদর্শনের পর রসিকবিলকে রামসার সাইটে অন্তর্ভুক্ত করার আশা দেখছে বন দপ্তর। রামসার সাইটে রসিকবিলের নাম অন্তর্ভুক্ত হলে দেশ-বিদেশের পর্যটকদের কাছে আরও বেশি মাত্রায় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে কোচবিহার। এলাকার অর্থনীতিরও উন্নতি হবে।
স্ট্যান্ডিং কমিটির সদস্যরা রসিকবিল পর্যটনকেন্দ্র দেখে খুশি। বেশ কিছু পরিকাঠামোগত উন্নয়ন দরকার বলেও মত তাঁদের। বন দপ্তরও কয়েকটি দাবি জানিয়েছে। এর আগে রসিকবিলকে রামসারে অন্তর্ভুক্তের জন্য আবেদন জানানো হয়েছে। সেইমতো মুখ্যমন্ত্রীকে জানাবে স্ট্যান্ডিং কমিটি। সমস্ত বিষয় খতিয়ে দেখে রসিকবিলের উন্নয়নে বিধানসভায় সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে রিপোর্ট পেশ করবে স্ট্যান্ডিং কমিটি।
রাজ্য সরকারের উদ্যোগে এবং জেলা বন দপ্তরের সহযোগিতায় রসিকবিল মিনি জু-কে নতুন রূপে গড়ে তোলা হয়েছে। কচুরিপানা পরিষ্কার হওয়ায় অনেক পরিযায়ী পাখি এসেছে এবার। জলজ পরিবেশের গুরুত্বের ওপর নির্ভর করে রামসার সাইটের স্বীকৃতি মেলে। রসিকবিলে বিলুপ্তপ্রায় গাছ এবং জলজ প্রাণী রয়েছে। সেগুলিকে সংরক্ষণের জন্য রামসার সাইটে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। যার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের অনুমোদন প্রয়োজন। প্রতিনিধিদলের সদস্যরা সুপারিশ করলে মুখ্যমন্ত্রীর তরফে অনুমোদন মিলতে পারে বলে মনে করছে বন দপ্তরের। রামসার স্বীকৃতি মিললে ইউনেসকো রসিকবিলের জলজ প্রাণী ও জলাভূমি সংরক্ষণের জন্য আর্থিক সহযোগিতা করবে।