রাজ্য বিভাগে ফিরে যান

টার্গেট পূরণ কার্যত অসম্ভব! সন্দেশখালির প্রবণতা বলছে বঙ্গে মুখ থুবড়ে পড়েছে BJP-র সদস্যতা অভিযান?

January 13, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভা নির্বাচনের প্রাক্কালে সন্দেশখালিকে হাতিয়ার করে রাজনৈতিক লড়াইয়ে সাফল্য পেতে চেয়েছিল গেরুয়া পার্টি। ভোটের ফলাফলে তার কোনও ছাপ পাওয়া যায়নি। সন্দেশখালি যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেই বসিরহাট আসনেও বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে হারায় তৃণমূল। তবে ভোটপ্রাপ্তির নিরিখে সন্দেশখালি বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়েছিল। পরবর্তী কয়েকমাসে সন্দেশখালিতেই বিজেপির সাংগঠনিক কঙ্কালসার চেহারা ক্রমশ প্রকট হয়েছে। বসিরহাট আসনে বিজেপি প্রার্থী রেখা পাত্রের ‘রাজনৈতিক গুরু’ হিসাবে পরিচিত নেতাও সম্প্রতি জোড়াফুলে নাম লিখিয়েছেন। বিজেপির ‘সদস্যতা অভিযান’ও কার্যত ফ্লপ শো।

সন্দেশখালি থেকে সদস্য সংগ্রহ করতে গিয়ে বিজেপির নেতা-নেত্রীদের কালঘাম ছুটছে।
গত ৩০ ডিসেম্বর সন্দেশখালিতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একগুচ্ছ নতুন প্রকল্পের উদ্বোধন করেন। পরদিনই সন্দেশখালিতে সভা করে বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা সভা থেকে সন্দেশখালিতে ৫ জানুয়ারির মধ্যে ১৫ হাজার সদস্য করতে হবে বলে টার্গেট বেঁধে দেন। ১০ জানুয়ারি পর্যন্ত বিজেপির প্রাথমিক সদস্যপদ নিয়েছেন ১২, ৬৭৪ জন। সন্দেশখালির জন্য ‘অ্যাক্টিভ মেম্বারশিপ’র লক্ষ্যমাত্রা ছিল ৪০০। এ ধরনের সদস্যপদ নিয়েছেন মাত্র ১৪৪ জন। রাজনৈতিক মহল মনে করছে, টার্গেটের ধারে কাছেও পৌঁছতে পারবে না বিজেপি। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে সন্দেশখালি বিধানসভায় ৯৫ হাজার ৮৬২টি ভোট পেয়েছিল বিজেপি। কিন্তু সদস্য হওয়ার ক্ষেত্রে সে’সংখ্যার আটভাগের একভাগও যে আগ্রহ দেখায়নি!

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #bjp, #politics, #membership drive

আরো দেখুন