অসুস্থ বাসন্তী চট্টোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা প্রবীণ অভিনেত্রীর সহ-কর্মীদের

দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন প্রবীণ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়।

January 15, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন প্রবীণ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। গত বছরে দফায় দফায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী। গত বছর পেসমেকারও বসানো হয়েছে। অভিনেত্রীর একটি কিডনি সচল নেই। এবার পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙেছে বর্ষীয়ান অভিনেত্রীর। চিকিৎসার সঙ্গে এবার মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চাইছেন অভিনেত্রীর সহ কর্মীরা।

অভিনেত্রীর চিকিত্‍সা চালিয়ে যাওয়ার জন্য অর্থের প্রয়োজন। প্রতি মাসে ২০ হাজার টাকার ওষুধ খেতে হয় তাঁকে। অভিনেত্রীর এক ছেলে ও এক মেয়ে থাকা সত্ত্বেও তাঁরা কেউই মায়ের সঙ্গে যোগাযোগ রাখে না। গত বছর হাসপাতালে তাঁর ছেলে মেয়েরা দেখতে গেলেও বিল পরিশোধ করেছিলেন তাঁর গাড়ির চালক।

বর্তমানে বাসন্তী চট্টোপাধ্যায় ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে অভিনয় করছেন। অসুস্থ হয়ে পড়ায় সিরিয়ালের শুটিংও বন্ধ। তাঁর উপার্জনও আপাতত বন্ধ। অন্যদিকে তাঁর পাশে নেই পরিবারের কেউ। তাঁকে দেখাশোনা করছেন পরিচারিকা।
পরিবার পাশে না দাঁড়ালেও অভিনেত্রীর সাহায্যে এগিয়ে এসেছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় ও পরিচালক প্রযোজক স্নেহাশীষ চক্রবর্তী। ভাস্বর জানান “বাড়িতে পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙেছে অভিনেত্রীর। নিদারুন কষ্টে দিন কাটছে তাঁর। প্রতিবারের মত স্নেহাশীষদা আপ্রাণ সাহায্য করছেন। এছাড়াও সবার কাছে আবেদন করছি যদি আপনারা আর্থিক সাহায্য কিছু পাঠান তাহলে ওঁর খুব সুবিধে হয়।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও সাহায্য জন্য আবেদন করেন ভাস্বর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen