বিজেপিতে যাচ্ছেন কঙ্গনা রানাওয়াত? জোর জল্পনা
BJP-তে যোগ দিচ্ছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)? শিবসেনার সঙ্গে তাঁর সংঘাতে উত্তাল মহারাষ্ট্র-সহ গোটা দেশ। কঙ্গনার পক্ষে-বিপক্ষে ভাগ সোশ্যাল মিডিয়া, বলিউড, দেশের রাজনীতিও। এমন সময়েই জোর জল্পনা ‘কুইন’ অভিনেত্রীর গেরুয়া শিবিরে যোগদান নিয়ে। সূত্রের খবর অনুযায়ী, পরিবার-সহ BJP-তে যোগ দিতে পারেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)।
মেয়ের মুম্বই যাত্রার আগে প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী শাহকে ধন্যবাদ জানান কঙ্গনার মা আশাদেবী, ‘আমরা কংগ্রেসী পরিবার হওয়া সত্ত্বেও অমিত শাহ আমার মেয়েকে নিরাপত্তা দিয়েছেন। মোদী’জিকেও অনেক ধন্যবাদ।’ মানালির ভাম্বলা গ্রামে BJP-র এক পদযাত্রাতেও অংশ নেন কঙ্গনা রানাওয়াতের মা। গেরুয়া শিবির থেকে এই নিয়ে স্পষ্ট কিছু জানা না গেলেও, হিমাচল প্রদেশের BJP-র তরফ থেকে ইতোমধ্যেই কঙ্গনা রানাওয়াতকে দলে পেতে সক্রিয়তা শুরু হয়েছে বলে দাবি রিপোর্টে। প্রসঙ্গত, কঙ্গনার দাদু হিমাচলপ্রদেশের মান্ডির গোপালপুর আসন থেকে কংগ্রেসের বিধায়ক ছিলেন।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে স্নায়ুযুদ্ধে, তাঁকে তুইতোকারি করে ভিডিয়ো-বার্তা দিয়েছিলেন কঙ্গনা। আবার কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর নাম জড়িয়ে, শিবসেনাকে ‘সনিয়া-সেনা’ বলেও তোপ দেগেছেন।