← আন্তর্জাতিক বিভাগে ফিরে যান
পুজোর উপহার, বাংলাদেশ পাঠাচ্ছে ইলিশ
সোমবারেই প্রতিবেশী দেশের বাঙালিরা রসনার ষোল আনা স্বাদের নাগাল পাবেন।ভারতে সর্বোচ্চ ৫০০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে সরকার।
সাত বছর রফতানি বন্ধ থাকার পর সোমবার যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ইলিশের প্রথম চালান ভারতের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল পাঠানো হবে। সেখান থেকে কলকাতার বাজারে ঢুকবে পদ্মার ইলিশ। আসন্ন শারদোতসবে এটি বাংলাদেশ সরকারের উপহার।
জানা গিয়েছে, ইলিশের প্রথম চালানের পরিমান ৩০ হাজার ৫৬০ কেজি। বাংলাদেশ থেকে একবারই ভারতে ইলিশ রফতানি হবে। এই ইলিশ কলকাতার বিভিন্ন বাজারে বিক্রি করা হবে।