আটক ব্যক্তি সইফের হামলাকারী নন! ২৪ ঘণ্টা তল্লাশির পর কাকে ধরল মুম্বই পুলিশ?

২৪ ঘণ্টা তল্লাশির পর জানা গেল আটক করা অভিযুক্ত আদৌ সইফের হামলাকারী নন, বরং নিরপরাধকে ধরেছে মুম্বই পুলিশ।

January 17, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সইফ আলি খানের (Saif Ali Khan) উপর হামলার ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। বুধবার ভোর রাতে বান্দ্রার নিজ বাসভবনেই দুষ্কৃতীদের হামলার শিকার হন বলিউড নবাব। সেই সময় দুষ্কৃতীর আক্রমণ প্রতিহত করতে ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। সেই ঘটনায় সিসিটিভি ফুটেজ থেকে অভিযুক্তকে সনাক্ত করে গ্রেপ্তার করেছিল বান্দ্রা থানার পুলিশ।

আরও পড়ুন: নিজের বাড়িতেই ছুরি দিয়ে কোপানো হল সইফ আলি খানকে !

২৪ ঘণ্টা তল্লাশির পর গোটা ঘটনার মোড় ঘুরে গেল অন্যদিকে। জানা গেল আটক করা অভিযুক্ত আদৌ সইফের হামলাকারী নন। সংবাদসংস্থার এনআইএ-এর খবর অনুযায়ী, সন্দেহভাজন যে ব্যক্তিকে জেরা করা হয়েছিল, তাঁর সঙ্গে আসলে এই মামলার কোনও যোগসূত্রই নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন