জামশেদপুরের বিরুদ্ধে ড্র মোহনবাগানের, ISL-এর লিগ টেবিলে এখনও শীর্ষে সবুজ-মেরুন

January 17, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ডার্বি জয়ের পর জামশেদপুরের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করল বাগান। জামশেদপুরের বিরুদ্ধে এগিয়ে গিয়েও ৩ পয়েন্ট নিয়ে ফেরা হচ্ছে না। একের পর এক গোল মিসই কাল হল। গোল করে জামশেদপুরকে এক পয়েন্ট এনে দিলেন স্টিফেন এজে। ম্যাচ শেষ হল ১-১ গোলে। ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষেই রইল মোহনবাগান।

২৫ মিনিটে গোল করলেন শুভাশিস। তারপর থেকে সহজ গোলের সুযোগ নষ্ট করেন কোলাসো, ম্যাকলারেনরা। নাহলে প্রথমার্ধেই ব্যবধান বাড়িয়ে আরও যাওয়া উচিত ছিল মোহনবাগানের।
দ্বিতীয়ার্ধের শুরুতে একসঙ্গে তিনটি বদল করেন জামশেদপুরের কোচ খালিদ জামিল। ৬০ মিনিটে ডিফেন্স থেকে উঠে এসে গোল করে গেলেন এজে। লিস্টনের জোরাল শট সেভ করলেন জামশেদপুরের গোলকিপার আলবিনো গোমস। আলবার্তোর শটও লক্ষ্যভ্রষ্ট হল। ততক্ষণে ম্যাচে দাপট দেখাচ্ছে খালিদ জামিলের ছেলেরা। শেষ পর্যন্ত ১-১ গোলে থামল ম্যাচ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen