যাদবপুর থেকে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করল

আর্থ-সামাজিক বৈষম্য, রাজ্যের মানুষের বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে বাংলার মানুষের সমর্থন চাইলেন দলের চেয়ারম্যান রুবি গুপ্ত।

January 18, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করল স্থল শহর কলকাতার যাদবপুর থেকে। দলের তরফে বিলি করা লিফলেটে চোখে পড়ল “আমি যাদবপুর থেকে বলছি” বার্তা। সেই বার্তায় বলা হল, “আপনার আওয়াজ, আপনার সিদ্ধান্ত। সব পার্টিকেই তো সমর্থন করে দেখলেন, ফ্রাঙ্কেনস্টাইন ভক্ষক হয়ে আপনাকেই গিলে ফেলল।”

আর্থ-সামাজিক বৈষম্য, রাজ্যের মানুষের বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে বাংলার মানুষের সমর্থন চাইলেন দলের চেয়ারম্যান রুবি গুপ্ত। সেই সঙ্গে নজর দিতে চান স্বাস্থ্যের দিকেও। আগামী বিধানসভা নির্বাচনে একাধিক জায়গা থেকে অংশগ্রহণ করে মানুষের স্বার্থে নিজেদের দলকে প্রতিষ্ঠা করতে চায় টিজেপি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen