রাজ্য বিভাগে ফিরে যান

পাঁচ দিন বন্ধ থাকবে বালি ব্রিজ, জানেন কবে থেকে?

January 19, 2025 | < 1 min read

ছবি সৌজন্যে: Trip Advisor

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বালি ব্রিজের উপর দিয়ে যাতায়াত করা মানুষদের জন্য দুসংবাদ। বালি ব্রিজের একাংশ আগামী ২৩ থেকে ২৭ জানুয়ারি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে। ডানকুনিগামী বাস-গাড়ি চলবে নিবেদিতা সেতু দিয়ে। আগামী ২২ জানুয়ারি রাত ১২টা থেকে বালি ব্রিজের একাংশ দিয়ে বন্ধ থাকবে যান চলাচল। ২৭ জানুয়ারি পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হচ্ছে। বিকল্প রুটও ঠিক হয়েছে। জানা যাচ্ছে, বালি ব্রিজের একাংশ দিয়ে কলকাতাগামী গাড়ি ঢুকতে পারবে। কিন্তু কলকাতা থেকে বালি হল্ট, হয়ে বোম্বে রোড, দিল্লি রোডগামী বাস বা গাড়ি বেরোতে পারবে না। বাসগুলো যাবে নিবেদিতা সেতু হয়ে। তবে বাসের কোনও টোলট্যাক্স লাগবে না।

শনিবার পরিবহণ ভবনে এবিষয়ে বৈঠক হয়। সেখানে রেল, পুলিশ, জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং পরিবহণ দপ্তরের কর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন বাসমালিক সংগঠনের প্রতিনিধিরা। বৈঠকে ঠিক হয়েছে, বালিব ব্রিজ দিয়ে কলকাতাগামী লেন খোলা রাখা হলেও বেরোনোর লেন বন্ধ থাকবে। একদিকের রাস্তা বন্ধ থাকায় চরম যানজটের আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, বালিঘাট থেকে বালিহল্টের মাঝে রেল ওভারব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য ২৩ জানুয়ারি রাত ১২ টা থেকে ২৬ জানুয়ারি ভোর চারটে পর্যন্ত শিয়ালদহ- ডানকুনি শাখার ট্রেন চলাচল বন্ধের কথা ঘোষণা করেছে রেল। ওই সময়ে বালিঘাট ও বালি হল্ট স্টেশনের মাঝে থাকা প্রায় ৯৫ বছরের পুরনো রেল ব্রিজের গার্ডার বদলের কাজ চলবে।

ব্রিজ রক্ষণাবেক্ষণে রাস্তার একাংশ বন্ধের কথাও জানানো হল। বালিহল্টে যাত্রীদের ওঠা-নামার জন্য নিবেদিতা সেতুর মাঝেই একটি জায়গা করা হবে বলে ঠিক হয়েছে। বাস থেকে নেমে যাত্রীরা যাতে হাওড়া লাইনের ট্রেন ধরতে পারেন সেই ব্যবস্থা করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Kolkata, #transport, #Dakshineswar, #Transport department, #Bally bridge

আরো দেখুন