উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, মুর্শিদাবাদের কর্মসূচি মিটিয়ে সোমে পৌঁছবেন মালদহে
ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল, সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী মালদহে পৌঁছবেন। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিকস্তরে ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে।
জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার কর্মসূচি শেষ করে ২০ জানুয়ারি বিকেলে মুখ্যমন্ত্রী মালদহ যাবেন। পুরাতন মালদহের মহানন্দা ভবনে রাত্রিবাস করবেন তিনি। ২১ জানুয়ারি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মমতা। মালদহ জেলা ক্রীড়া সংস্থার মাঠে সরকারি অনুষ্ঠান হবে। বেশ কিছু প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি। উপভোক্তাদের হাতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হবে।
সভাস্থল তৈরির কাজ শুরু হয়েছে। মাঠের এক অংশে মুখ্যমন্ত্রীর কপ্টার নামবে। সেখানে হেলিপ্যাড তৈরির কাজ চলছে জোরকদমে। বিশাল মঞ্চ তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রী জেলা সফরের খবর প্রকাশ্যে আসতেই তৃণমূল নেতৃত্ব কার্যত উত্তেজনায় ফুটছে। শোনা যাচ্ছে, প্রচুর সংখ্যায় মানুষ উপস্থিত থাকতে পারেন সেদিন। মালদহ সফরের পর আলিপুরদুয়ার জেলা যাবেন মুখ্যমন্ত্রী।