তমলুকে সমবায় নির্বাচনে সবুজ ঝড়! মেদিনীপুরের মাটিতে ক্রমে দুর্বল হচ্ছে গেরুয়া শিবির?
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের দুই সমবায় সমিতির নির্বাচনে সবুজ ঝড়ের দেখা মিলল।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের দুই সমবায় সমিতির নির্বাচনে সবুজ ঝড়ের দেখা মিলল। নন্দকুমার ব্লকের দক্ষিণ নারকেলদা ও বেঙ্গিমুদিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি এবং তমলুক ব্লকের শ্রীরামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে চংরা কালাগন্ডা সমবায় কৃষি উন্নয়ন সমিতি, দুই সমবায় নির্বাচনেই তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বিরোধী দলনেতার গড় বলে দাবি করা পূর্ব মেদিনীপুরেই গোহারা হারল বিজেপি।
বিরোধী দলনেতার খাসতালুকে বার বার পরাজয়ের মুখ দেখতে হচ্ছে বিজেপিকে। নন্দকুমার ব্লকের নারকেলদা ও বেঙ্গিমুদিয়া সমিতিতে মোট আসন ৫৫টি। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি মুখোমুখি লড়াই হয়েছে। গণনার পর দেখা যায় তৃণমূল কংগ্রেস ৪৮টি আসন জিতেছে। বিজেপি ৭টি আসন পেয়েছে। তমলুক ব্লকে কালাগন্ডা সমবায় সমিতির মোট আসন ৯টি। তাতে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৬টি এবং বিজেপি পেয়েছে ৩টি।
লাগাতার সমবায় নির্বাচনে হার বিধানসভা নির্বাচনের আগে চিন্তা বাড়াচ্ছে বিজেপির। বেশ কয়েকটি সমবায় নির্বাচনে হেরেছে বিজেপি। সম্প্রতি বিজেপির জেতা পঞ্চায়েতও তৃণমূল কংগ্রেসের হাতে চলে আসে। পূর্ব মেদিনীপুরে কি দুর্বল হচ্ছে বিজেপি? এই প্রশ্ন উঠতে শুরু করেছে।