BREAKING আরজি করে মহিলা চিকিৎসক ধর্ষণ-খুন মামলায় সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা আদালতের

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: শনিবারই আরজি করের মহিলা চিকিৎসক ধর্ষণ-খুন মামলায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছিল আদালত। আজ ছিল সাজা ঘোষণার দিন। শিয়ালদহের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বাণ দাস, দোষী সঞ্জয় রাইকে আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনালেন সঙ্গে ৫০ হাজার টাকার জরিমানার নির্দেশ। যদিও সিবিআই তরফে ফাঁসির সাজার জন্যই আবেদন করা হয়েছিল।
বিএনএস ৬৪, ৬৬ এবং ১০৩(১) ধারায় দোষী সাব্যস্ত করা হয় সঞ্জয় রাইকে। ধারাগুলি ভারতীয় ন্যায় সংহিতার ধর্ষণ, ধর্ষণের কারণে মৃত্যু ও খুন এই তিন অভিযোগের।
আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের খুন-ধর্ষণের ঘটনা সামনে আসে ৯ আগস্ট। উত্তাল হয় বাংলা সহ দেশ। হাইকোর্ট, তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয়। খুন-ধর্ষণের অভিযোগে যে সঞ্জয় রাইকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, সিবিআই তাকেই দোষী বলে চিহ্নিত করে চার্জশিট দেয়। এরপর বিচার চলে। আজ দোষীকে আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনালো আদালত।
রাজ্যকে মৃতা চিকিৎসকের পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ আদালতের।