নরপিশাচের চরমতম শাস্তি হওয়া উচিত, সঞ্জয়ের সাজা ঘোষণার পর আর কী প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর?
সোমবার বিচারক দোষী সঞ্জয় রাইকে আমৃত্যু কারাবাসের সাজা শুনিয়েছে।

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: সোমবার বিচারক দোষী সঞ্জয় রাইকে আমৃত্যু কারাবাসের সাজা শুনিয়েছে। নাগরিক সমাজে তুমুল ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাজার খবর শুনে মালদহ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “আমরা প্রথম দিন থেকে ফাঁসির দাবি করেছিলাম। এখনও তাই করছি। আদালতের রায় নিয়ে কিছু বলব না। আমরা তো তিনটে মামলায় ফাঁসির সাজা ঘোষণা করিয়ে দিয়েছি, ৫৪ থেকে ৬০ দিনের মধ্যে। এই মামলাও আমাদের হাতে থাকলে অনেক আগেই মৃত্যুদণ্ড ঘোষণা করিয়ে দিতাম। কিন্তু কেসটা আমাদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছিল। এই ধরনের নরপিশাচের চরমতম শাস্তি হওয়া উচিত। ফাঁসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতাম।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, তাঁরা ফাঁসির দাবিতে পথে নেমেছিলাম। তাঁরা চান, ফাঁসি হোক। সবাই চাই চান। তবু বিচারককে অনেক দিক খতিয়ে দেখে তবে রায় দিতে হয়। তাই সময় লাগবে।