আধার যাচাই করে বিয়ে, রাজ্যের নয়া নিয়মে যেকোনও জায়গায় থেকে রেজিস্ট্রির আবেদনের সুযোগ

এবার বিয়ের ক্ষেত্রে আধার যাচাই বাধ্যতামূলক হতে চলেছে রাজ্যে।

January 22, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: এবার বিয়ের ক্ষেত্রে আধার যাচাই বাধ্যতামূলক হতে চলেছে রাজ্যে। অনলাইনে আধার যাচাই করেই হবে বিয়ের রেজিস্ট্রি। তিনটি সুবিধা পাওয়া যেতে পারে এতে। প্রথমত, কোনওভাবেই পরিচয় ভাঁড়িয়ে কেউ বিয়ে করতে পারবেন না। দ্বিতীয়ত, একবার বিয়ের পর, আইনিভাবে বিচ্ছেদ না হলে কোনওভাবেই দ্বিতীয়বার বিয়ে করা যাবে না। তৃতীয়ত, যেকোনও জায়গা থেকেই বায়োমেট্রিকের মাধ্যমে বিয়ের রেজিস্ট্রির নোটিস দিতে পারবেন পাত্র-পাত্রী। এমনকী বিদেশে বসেও করা যাবে আবেদন। ম্যারেজ রেজিস্ট্রারের কাছে পৌঁছে উভয়পক্ষকে সইসাবুদ করতে হয়, সে ঝঞ্ঝাট থেকে মুক্তি মিলবে।

আগামী অর্থবর্ষ, ২০২৫-২৬ সালের প্রথম থেকে নয়া নিয়ম চালু করার পথে এগোচ্ছে আইন দপ্তর। তথ্যপ্রযুক্তি মন্ত্রকের ছাড়পত্র মিলেছে। বহু পাত্র-পাত্রী কর্মসূত্রে বাইরে থাকেন। তাঁদের বিয়ের নোটিশে সই করতে ছুটি নিতে হয়। যা সমস্যার। নয়া পরিষেবা চালু হল, বেশি দূরত্বে থাকা পাত্রপাত্রীদের শুধু বিয়ের নোটিশে সই করার জন্য এক জায়গায় আসার দরকার হবে না। রেজিস্ট্রি বা আইনি বিয়েতে উপস্থিত থাকলে হবে।

বিগত বছরগুলিতে পাত্র বা পাত্রীর ভুয়ো স্বাক্ষরের উপর ভিত্তি করে বিয়ের রেজিস্ট্রি হয়ে যাওয়ার মতো বহু ঘটনার অভিযোগ উঠে। এসব সমস্যা এড়াতে বায়োমেট্রিক ব্যবস্থা চালু হয়েছে রাজ্যে। রাজ্যজুড়ে হাজার খানেক ম্যারেজ রেজিস্ট্রারের কাছে রয়েছে বায়োমেট্রিক মেশিন। বিয়ের আবেদনের সময় ওই যন্ত্রে আঙুলের ছাপ নিয়ে নিচ্ছেন ম্যারেজ অফিসাররা। ফলে রুখে দেওয়া গিয়েছে অবৈধ বিয়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen