আপনি কি ফ্যাটি লিভারে আক্রান্ত? জানান দেবে আপনার মুখ
লিভার কোষে অতিরিক্ত চর্বি জমার নাম ফ্যাটি লিভার। স্থূলতা, উচ্চ কোলেস্টেরল, টাইপ ২ ডায়াবেটিস, অতিরিক্ত অ্যালকোহল সেবন ইত্যাদির সঙ্গে জড়িয়ে রয়েছে ফ্যাটি লিভার। ফ্যাটি লিভারের চিকিৎসা না-করালে লিভারের ক্ষতি বা ক্যান্সার অবধি হতে পারে।

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: লিভার কোষে অতিরিক্ত চর্বি জমার নাম ফ্যাটি লিভার। স্থূলতা, উচ্চ কোলেস্টেরল, টাইপ ২ ডায়াবেটিস, অতিরিক্ত অ্যালকোহল সেবন ইত্যাদির সঙ্গে জড়িয়ে রয়েছে ফ্যাটি লিভার। ফ্যাটি লিভারের চিকিৎসা না-করালে লিভারের ক্ষতি বা ক্যান্সার অবধি হতে পারে।
ফ্যাটি লিভারের লক্ষণগুলি খুবই সূক্ষ্ম। মুখে ফুটে উঠতে পারে রোগের লক্ষণ।
ত্বকে বা চোখে হলুদ ভাব ফ্যাটি লিভারের লক্ষণ হতে পারে।
ফ্যাটি লিভার রোগের লক্ষণ হিসেবেও চোখের নিচে কালি দেখা দিতে পারে।
ফোলা বা ফুলে যাওয়া মুখ লিভারের স্বাস্থ্যের অবনতির ইঙ্গিত হতে পারে।
লিভারের স্বাস্থ্যের অবনতির জেরে মুখে ব্রণের মতো সমস্যা দেখা দিতে পারে।
ফ্যাটি লিভার হলে কপাল এবং নাকে তৈলাক্ত ত্বক দেখা দিতে পারে।
লিভারের কার্যকারিতা হ্রাস পেলে লোহিত রক্তকণিকার উৎপাদন এবং লোহার মাত্রা প্রভাবিত হয়, যার ফলে ঠোঁট ফ্যাকাশে বা হলুদ দেখায়।
ক্রমাগত চুলকানি, বিশেষ করে শুষ্ক ত্বক, ফ্যাটি লিভারের লক্ষণও হতে পারে।
(কোনও লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ দিন)