ফেব্রুয়ারিতে বন্ধ শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো! জানেন কোন কোন দিন গড়াবে না চাকা?

ধাপে ধাপে ফেব্রুয়ারি মাসে বেশ কয়েকদিন বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো।

January 23, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ধাপে ধাপে ফেব্রুয়ারি মাসে বেশ কয়েকদিন বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। সিগন‌্যালিং আধুনিকীকরণের কাজ চলবে। ফেব্রুয়ারি মাসের ১৩-১৬ এবং ২২-২৫ তারিখ দুই ধাপে আটদিন ইস্ট-ওয়েস্ট মেট্রো পুরোপুরি বন্ধ রাখা হবে বলে জানা গিয়েছে। তারপর সপ্তাহান্তে শনি ও রবিবারগুলোকে এই কাজের জন‌্য বেছে নেওয়া হচ্ছে। সিগন‌্যালিং সিস্টেমের আধুনীকিকরণের জন‌্য কেএমআরসিএলের তরফে টানা দেড় মাস হাওড়া ময়দান-এসপ্ল‌্যানেড ও শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো বন্ধের আবেদন করা হয়েছিল। তাতে যাত্রীরা সমস‌্যায় পড়তেন, তাই কয়েকটি ধাপে মেট্রো বন্ধ রেখে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেই ক’দিন রাস্তায় অতিরিক্ত বাস, ভেসেলর ট্রিপ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দপ্তর। বুধবার পরিবহণ সচিব সৌমিত্র মোহন বাস-ট‌্যাক্সিমালিক সংগঠনের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। এই আটদিন রাস্তায় অতিরিক্ত গাড়ি রাখার কথা বলা হয় বৈঠকে। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, যে ক’দিন ইস্ট-ওয়েস্ট মেট্রো বন্ধ থাকবে, সেই দিনগুলোতে যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয়, তাই রাস্তায় বাড়তি বাস থাকবে।

কেএমআরসিএল মেট্রোকে জানিয়েছিল, অভিন্ন সিগন‌্যালিং ব‌্যবস্থা চালু করতে হাওড়া থেকে সেক্টর ফাইভ সিগন‌্যালিংয়ের আধুনিকিকরণের কাজ হবে। কমিউনিকেশন বেসড সিগন‌্যালিং সিস্টেমের কাজ চলবে। ৮ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ, টানা দেড়মাস হাওড়া ময়দান-এসপ্ল্যানেড ও শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা বন্ধ রাখতে হতে পারে। তাতেই নিত‌্যযাত্রীদের চিন্তা বাড়ে।

জানা যাচ্ছে, টানা দেড়মাস মেট্রো বন্ধ রাখা হবে না। আপাতত ফেব্রুয়ারিতে মোট আটদিন এবং পরে শনি-রবিবারগুলোয় পরিষেবা বন্ধ রেখে কাজ করতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ। মানুষের যাতে অসুবিধা না হয়, তাই বাড়তি পরিবহণের ব‌্যবস্থা করছে রাজ‌্য। মেট্রো চালু হওয়ার কারণে বহু বেসরকারি বাস গত কয়েক বছরে বসে গিয়েছে। মেট্রো বন্ধের দিনগুলোয় যাত্রীদের সমস‌্যা হতে পারে একথা ভেবেই বেসরকারি বাসমালিকদের পর্যাপ্ত বাস রাস্তায় রাখতে বলা হয়েছে। বাসমালিকরা জানাচ্ছেন, নতুন করে বাস না নামালেও, তারা ট্রিপ বাড়াতে পারি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen