কেন নেতাজির অন্তর্ধান সংক্রান্ত গোপন ফাইল প্রকাশ্যে আসছে না? কেন্দ্রকে প্রশ্ন মমতার, দেখুন ভিডিও

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্মদিনে, বৃহস্পতিবার কালচিনির সভা থেকে নেতাজিকে শ্রদ্ধাজ্ঞাপন করেই তাঁর অন্তর্ধান রহস্য নিয়ে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতার দাবি করলেন, নেতাজি চক্রান্তের শিকার। বাংলার মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের কাছে থাকা নেতাজির অন্তর্ধান সংক্রান্ত ৬৪ টি ফাইল প্রকাশ করা হয়েছে। কেন্দ্র কেন গোপন ফাইল প্রকাশ্যে আনছে না, আজ সে’প্রশ্নও তোলেন মমতা।
আজ, বৃহস্পতিবার কালচিনির সভা থেকে নেতাজিকে স্মরণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, “নেতাজি আমাদের শিখিয়েছিলেন সব ধর্মকে একসঙ্গে নিয়ে চলতে। সবার কথা ভাবতে।” তিনি আরও বলেন, “যিনি সবার কথা ভেবেছেন। সকলকে একসঙ্গে নিয়ে চলেছেন, এত লড়াই করেছেন। তিনি কোথায় হারিয়ে গেলেন। আর খুঁজেই পেলাম না। জন্মদিন জানি। মৃত্যুদিন জানি না। ভাবলেই দুঃখ হয় যে ওনার সঙ্গে কী হয়েছে জানতেই পারলাম না।”
নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশ্যে আনার কথা ঘোষণা করে ক্ষমতায় এসেছেন মোদী। কিন্তু তাঁরা ক্ষমতায় আসার পর জাতীয় নিরাপত্তা ও বিদেশ নীতির দোহাই দিয়ে অধিকাংশ ফাইলই প্রকাশ্যে আনা হয়নি। এদিন মুখ্যমন্ত্রী ফের একবার সেকথা তোলেন। তিনি বলেন, রাজ্য ৬৪ টি ফাইল প্রকাশ করেছে। পাশাপাশি তাঁর প্রশ্ন, কেন বাকি ফাইল প্রকাশ্যে আনছে না কেন্দ্র?