INDvsENGT20: রুদ্ধশ্বাস ম্যাচে ২ উইকেটে জয়ী ভারত,সিরিজে ২-০ এগিয়ে গেল মেন ইন ব্লু

আজ এম এ চিদম্বরম স্টেডিয়ামে দ্বিতীয় টি২০ ম্যাচে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড।

January 25, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ এম এ চিদম্বরম স্টেডিয়ামে দ্বিতীয় টি২০ ম্যাচে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড।

টসে জিতে ফিল্ডিং নেয় ভারত। ইংল্যান্ডের হয়ে জস বাটলার সর্বোচ্চ ৪৫ রান করেন। ১৭ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেন কার্স। ভারতের হয়ে দুটি করে উইকেট নেয় অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী। একটি করে উইকেট নেন আর্শদ্বীপ সিং, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর ও অভিষেক শর্মা। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলেছে ইংল্যান্ড।

ব্যাট করতে নেমে ১৯ রানে ২ উইকেট পড়ে যায় ভারতের। ভারতের হয়ে সর্বোচ্চ ৫৫ বলে ৭২ রান করেন তিলক ভার্মা। ইংল্যান্ডের হয়ে ৩টি উইকেট নেন কার্স। একটি করে উইকেট নেন আর্চার, উড, রশিদ, লিভিংস্টোন ও ওভারটন। ১৯.২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৬ রান করে ম্যাচ জিতে যায় ভারত। সিরিজে ২- ০ এগিয়ে গেল ভারত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen