যুবভারতী ষ্টেডিয়ামে মহামেডান স্পোর্টিং ক্লাবকে ৪-০ হারাল মোহনবাগান
আজ সল্টলেক স্টেডিয়ামে মুখোমুখি হয় মোহনবাগান ও মহামেডান স্পোর্টিং ক্লাব।
February 1, 2025
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ সল্টলেক স্টেডিয়ামে মুখোমুখি হয় মোহনবাগান ও মহামেডান স্পোর্টিং ক্লাব।
খেলার প্রথমার্ধে ১২ মিনিট ও ৪৩ মিনিটে গোল করেন মোহনবাগানের এস বোস। ২০ মিনিট ও ৫৩ মিনিটের মাথায় মাথায় গোল করেন এম সিং। ৪৫+৪ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন মহামেডান স্পোর্টিং ক্লাবের কসিমভ।
৯০ মিনিটের শেষে এই ম্যাচ ৪-০ গোলে জিতে নিল মোহনবাগান।